প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1864
18631. তড়িৎ বিশ্লেষ্যের সময় ক্যাথোডের দিকে যায় কোনটি?
- ধনাত্মক আয়ন
- ঋণাত্মক আয়ন
- দ্রাবকের অণুগুলো
- নিউট্রন
18632. সাধারণ বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী নয়?
- সিরিজ
- সমান্তরাল
- উভয়ই
- অনুক্রম
18633. বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য-
- এটি অপর্যাবৃত্ত প্রবাহে চলে
- নিম্ন ভোল্টেজেও চার্জিত হয়
- তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে
A,B
18634. তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে কী বলে ?
- তড়িৎ প্রলেপন
- তড়িৎ মুদ্রণ
- ধাতু নিষ্কাশন
- ধাতু শোধন
18635. কত সালে আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
- 1880
- 1882
- 1884
- 1881
18636. একক সময়ে সম্পন্ন কৃতকাজকে কী বলে?
- শক্তি
- ক্ষমতা
- বলের দ্বারা কাজ
- বলের বিরুদ্ধে কাজ
18637. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
- ধনাত্মক আয়ন
- প্রোটন
- ঋণাত্মক আয়ন
- নিউট্রন
18638. ফিউজ হলো-
- টিন সীসার সঙ্কর ধাতু
- চীনমাটির হোল্ডারে সংযুক্ত তার
- কম গলনাঙ্কের ধাতব তার
A,B,C
18639. সিস্টেম লসের প্রতিকার কোনটি?
- সরবরাহ পদ্ধতির ত্রুটি
- তড়িৎ-এর অবৈধ সংযোগ
- অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
- দুর্বল মনিটরিং ব্যবস্থা
18640. তড়িৎ মুদ্রণের জন্য অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?
- দস্তা
- তামা
- লোহা
- অ্যালুমিনিয়াম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1864"