প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1863
18621. সাধারণত জীবন্ত তারের রং কী?
- নীল
- হলুদ
- লাল
- কালো
18622. AgNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
- তড়িৎ বিশ্লেষণে
- গ্যালভানাইজেশনে
- তড়িৎ প্রলেপনে
- তড়িৎ সংযোগে
18623. কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
- তড়িৎ প্রলেপন
- তড়িৎ মুদ্রণ
- তড়িৎ বর্তনী
- তড়িৎ বিশ্লেষণ
18624. CuSO4 এর বাণিজ্যিক নাম কী?
- নিশাদল
- তুঁতে
- গন্ধক
- ন্যাপথালিন
18625. ব্যাটারিতে ক্যাথোড কী?
- ধনাত্মক তড়িৎদ্বার
- ঋণাত্মক তড়িৎদ্বার
- তড়িৎ বিশ্লেষ্য
- ধনাত্মক আয়ন
18626. তুঁতের সংকেত কোনটি?
- Ag2SO4
- Fe2(SO4)3
- CuSO4.5H2O
- Na2SO4
18627. হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি-
- জীবন্ত
- নিরপেক্ষ
- ধনাত্মক আধানযুক্ত
- ঋণাত্মক আধানযুক্ত
18628. এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
- খরচ বৃদ্ধি হয়
- শক্তির ব্যবহার বেড়ে যায়
- খরচ সাশ্রয় হয়
- শক্তির অপচয় বেড়ে যায়
18629. সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে যে শক্তি বাঁচানো যায় তা দিয়ে প্রতি বছর কত সংখ্যক পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব?
- ২০ লক্ষ
- ২৫ লক্ষ
- ৩০ লক্ষ
- ৩৫ লক্ষ
18630. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজন-
- তাপ
- চাপ
- তড়িৎ প্রাবল্য
- তড়িৎ শক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1863"