প্রাত্যহিক-জীবনে-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1860
18591. নিচের কোন ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়?
- সোনা
- রূপা
- তামা
- নিকেল
18592. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
- তড়িৎ বিশ্লেষ্য
- তড়িৎ বিশ্লেষণ
- তড়িৎ মুদ্রণ
- তড়িৎ প্রলেপন
18593. যে তড়িদদ্বারের মাধ্যমে তড়িৎ প্রবাহ তড়িৎ বের হয়ে আসে তাকে বলা হয়-
- অ্যানোড
- ক্যাথোড
- ইলেক্টোড
- ইলেক্ট্রোলাইট
18594. কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?
- প্রোটন
- ইলেকট্রন
- নিউটন
- মেসন
18595. যে বস্তুতে প্রলেপ দিতে হবে সেটি ভোল্টমিটারের কী হিসেবে ব্যবহার করা হয়?
- অ্যানোড
- ক্যাথোড
- তড়িৎদ্বার
- তড়িৎ মুদ্রণ
18596. কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
- তড়িৎকোষ
- তড়িৎ বিশ্লেষণ
- তড়িৎ প্রলেপন
- তড়িৎ মুদ্রণ
18597. ইউপিএস এ মূলত কয়টি অংশ থাকে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
18598. CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে অ্যানোডে কী পাওয়া যায়?
- কপার
- সালফার
- অক্সিজেন
- হাইড্রোজেন
18599. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহের একক হলো-
- ওয়াট
- কিলোওয়াট
- ওয়াট ঘন্টা
- কিলোওয়াট-ঘন্টা
18600. * CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে তড়িদদ্বার হিসেবে দুটি তামার তার ব্যবহার করা হলো-দ্রবণের ঘনমাত্রা-
- বাড়বে
- কমবে
- স্থির থাকবে
- শূণ্য হবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্রাত্যহিক-জীবনে-তড়িৎ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1860"