প্রাণীর-আচরণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 491
4901. কোন শাস্ত্রের জন্য পাভল্যাভ নোবেল পান?
- ভ্রূণবিদ্যা
- কোষবিদ্যা
- শারীরবিদ্যা
- বংশগতিবিদ্যা
4902. প্রাণীর আচরণের নির্ধারিত ক্রিয়া ধারা নির্ধারিত হয় –
- পরিবেশ দ্বারা
- লিঙ্গ দ্বারা
- জিন দ্বারা
- খাদ্য দ্বারা
4903. কোন প্রাণীটি গ্রীষ্মনিদ্রা গ্রহণ করে?
- ব্যাঙ
- টিকটিকি
- ধনেশ
- কলিশা
4904. মাছের উকুনে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
- মেনোট্যাক্সিস
- টেলেট্যাক্সিস
- নেমোট্যাক্সিস
- ট্রেপোট্যাক্সিস
4905. অ্যালট্রুইজম শব্দটির প্রবর্তক কে?
- August comte
- Watson
- R.A. K1ng
- Clark
4906. কোন প্রজাতির পুরুষ ব্যাঙ ডিম পায়ে নিয়ে ঘুরে বেড়ায়?
- কুনোব্যাঙ
- গেছো ব্যাঙ
- কোলা ব্যাঙ
- সোনা ব্যাঙ
4907. W1ll1am Harvey কোন প্রাণীর আচরণ প্রত্যক্ষ করেন?
- পাখি
- উভচর
- স্তন্যপায়ী
- মৎস্য
4908. ‘শিখন অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন’ – এটি কার উক্তি?
- সি.টি. মর্গান
- আর.এ.ক্রিক
- ম্যাকগ্রোয়েন
- ওয়াটসন
4909. ঘন্টার সাথে কুকুরের মুখ থেকে লালা ঝরতে থাকা কোনটির উদাহরণ?
- নিরপেক্ষ প্রতিবর্তী
- গভীর প্রতিবর্তী
- সাপেক্ষ প্রতিবর্তী
- অগভীর প্রতিবর্তী
4910. মাকড়শার জাল কি সুতা দিয়ে তৈরি?
- লাইলন
- রেশম সুতা
- বস্ত্রসুতা
- কাঠিসুতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-আচরণ-এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র"