এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 51
501. ‘পারিবারিক কলহ দূর’ পারিবারিক হিসাব নিকাশের কী?
- প্রয়োজনীয়তা
- সুবিধা
- বৈশিষ্ট্য
- উদ্দেশ্য
502. মোঃ কায়েছ আলম তার পরিবারের বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
- বাস্তবধর্মী
- যুক্তিসঙ্গত
- নমনীয়
- স্বয়ংক্রিয়
503. মি. শরীফ একজন স্বচ্ছল চাকুরিজীবী এবং তিনি বিলাসবহুল জীবন উপভোগ করে থাকেন। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন এবং দৈনন্দিন সকল প্রকার ক্রয় কাজের লোকের উপর নিয়োজিত থাকে। কিন্তু বছর শেষে মি. শরীফ দেখেন তার সঞ্চয় উদ্বৃত্তের পরিমাণ খুবই স্বল্প এবং এই প্রেক্ষিতে তিনি তার ব্যবসায় নিয়োজিত কর্মীকে দোষারোপ করেন। বছর শেষে মি. শরীফের স্বল্প উদ্বৃত্ত থাকার কারণ কোনটি?
- আয়-ব্যয়ের হিসাব না রাখা
- বাজেট প্রণয়ন না করা
- আয় বুঝে ব্যয় না করা
- সদস্য সংখ্যা বেশি থাকা
504. মি. শরীফ উপরোক্ত সমস্যাটি সমাধানের লক্ষ্যে প্রথমে কোনটি গ্রহণ করবেন?
- মূল্য নিরূপণ
- সুষ্ঠু পরিকল্পনা
- সম্ভাব্য আয় নির্ধারণ পদ্ধতি
- কাজের লোক যাচাই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
“বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
“বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার” এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 51"