পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 973
9721. ঢাকা সিটি কর্পোরেশনের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে শাসকগোষ্ঠী একে উত্তর ও দক্ষিণ নামে ভাগ করে। কতিপয় লোক এজন্য শাসকবর্গকে স্বাগতম জানায় এবং কতিপয় লোক এর সমালোচনা করে।উদ্দীপকের সাথে বাংলার কোন ঘটনাটির মিল পাওয়া যায়?
- ঢাকাকে রাজধানী বানানোর
- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের
- খিলাফত আন্দোলনের
- কাশ্মীর বিভাগের
9722. উদ্দীপকের সাথে নিচের কোনটি অমিল পরিলক্ষিত হয়?
- জনগণের সমর্থনের ক্ষেত্রে
- জনগণের বিরোধিতার ক্ষেত্রে
- বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে
- দুটি ভাগের নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে
9723. শান্তিনগর বাজার কমিটিকে দু’ভাগ করার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি। এতে কমিটির প্রভাবশালী সদস্যের সন্ত্রাসীরা। এতে কমিটির প্রভাবশালী সদস্যের সন্ত্রাসীরা ব্যবাসায়ীদের বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এই ঘটনাটি মনে করিয়ে দেয় বঙ্গভঙ্গের ফলে ক্ষুদ্ধ জনতার-
- গভর্নর জেনারেলকে হত্যার প্রচেষ্টা
- অসহযোগ আন্দোলনের তীব্রতা
- ভীতিকর পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা
A,C
9724. কোন সময় হতে ভারতে ইংরেজীকে অফিস আদালতের ভাষা বলে ঘোষণা করা হয়?
- 1834
- 1835
- 1836
- 1837
9725. মন্ত্রিমিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে?
- ১৯৪৪ সালে
- ১৯৪৫ সালে
- ১৯৪৬ সালে
- ১৯৪৭ সালে
9726. পাকিস্তানের সংবিধানে বাংলার সাথে সাথে কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
- হিন্দি
- পশতুন
- উর্দু
- আরবি
9727. প্রথম গণপরিষদ বাতিল ঘোষিত হয় কত তারিখে?
- ১৯৪৯ সালের ১২ মার্চ
- ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর
- ১৯৫২ সালের ২২ ডিসেম্বর
- ১৯৫৪ সালের ২৪ অক্টোবর
9728. যুক্তফ্রন্টের কোন কর্মসূচিকে পূর্ব বাংলার জনগণ ব্যাপক সমর্থন দেয়?
- ২১ দফা
- ১৭ দফা
- ১১ দফা
- ৬ দফা
9729. যুক্তফ্রন্ট গঠনের ফলে-
- মুসলিম লীগের পরাজয় ঘটে
- বাঙালি জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটে
- অমুসলিমদের মনোবল ভেঙে পড়ে
A,B
9730. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- কোন তারিখে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
- ১ মার্চ
- ২ মার্চ
- ৩ মার্চ
- ৭ মার্চ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 973"