পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 983
9821. ১৯৬৯ সালে কয়টি বিরোধী দল মিলে গণতান্ত্রিক জনগণকে গণআন্দোলনের ডাক দেন?
- ৫ ডিসেম্বর
- ৬ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর
- ১৬ ডিসেম্বর
9822. কে ছয় দফা ঘোষণা করেন?
- শেরে বাংলা এ.কে ফজলুল হক
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মওলানা ভাসানী
- শেখ মুজিবুর রহমান
9823. পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানিদের বিমাতাসুলভ আচরণের লক্ষণ হলো-
- অবাঙালিদের প্রশাসনে নিয়োগ
- বাংলা ভাষার প্রতি তাদের নিরবতা
- প্রশাসনের বাঙালিদের অনুপস্থিতি
A,C
9824. ১৯৬৯ সালের কত তারিখে সর্বদলীয় নেতৃবৃন্দের গোলটেবেলি বৈঠক আহ্বান করেন?
- ২৭ জানুয়ারি
- ২৮ জানুয়ারি
- ২৭ ফেব্রুয়ারি
- ২৮ ফেব্রুয়ারি
9825. কত সালের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা?
- ১৯৬২ সালের
- ১৯৬৪ সালের
- ১৯৬৬ সালের
- ১৯৬৯ সালের
9826. এগার দফা দাবি পেশ করেছিল কারা?
- ছাত্ররা
- কৃষকরা
- শ্রমিকরা
- মিল মালিকরা
9827. কারাগারে আটক অবস্থায় কোন দুজন নেতা ‘রাষ্ট্রভাষা বাংলা’ ও ‘বন্দি মুক্তির’ দাবিতে আমরণ অনশন শুরু করেন?
- ধীরেন্দ্রনাথ দত্ত ও আবুল কালাম শামসুদ্দীন
- শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দীন আহমদ
- গাজীউল হক ও অলি আহাদ
- শেরে বাংলা ফজলুল হক ও মওলানা ভাসানী
9828. পশ্চিমা পাকিস্তানিরা পূর্ব বাংলাকে কী হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র লিপ্ত হয়?
- উপনিবেশ
- রাজধানী
- বাণিজ্যিক অঞ্চল
- অধস্তন এলাকা
9829. পাকিস্তানের প্রথম প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয় কত সালে?
- ১৯৭০ সালে
- ১৯৬৯ সালে
- ১৯৬৮ সালে
- ১৯৬২ সালে
9830. যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?
- উর্দুকে রাষ্ট্রভাষা করা
- কৃষকদের ন্যায্য অধিকার প্রদান
- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
- সকল ক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 983"