📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 970

 

পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 970

9694. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মূলনীতি হচ্ছে-

  1. স্থানীয় সংস্থাগুলোর ওপর জনগণের নিয়ন্ত্রণ থাকবে
  2. প্রদেশগুলোতে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ নেওয়া হবে
  3. ভারত সরকার ও প্রাদেশিক সরকারের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে

9695. কে ১৯৪৭ সালের ১৭ এপ্রিল ‘স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র’ গঠনেরর প্রস্তাব উত্থাপন করেন?

  1. শেরে বাংলা এ.কে. ফজলুল হক
  2. মাওলানা ভাসানী
  3. শেখ মুুজিবুর রহমান
  4. হোসেন শহীদ সোহরাদওয়ার্দী

9696. যে চুক্তির ফলে ভারতবর্ষে স্বায়ত্তশাসন জোরদার হয়ে ওঠে-

  1. শান্তিচুক্তি
  2. ভ্রাতৃচুক্তি
  3. লক্ষ্ণৌ চুক্তি
  4. সাম্প্রদায়িক চুক্তি

9697. বঙ্গভঙ্গের ফলে যে সম্প্রদায় এক নবজীবন লাভ করে-

  1. হিন্দু
  2. বৌদ্ধ
  3. খ্রিস্টান
  4. মুসলমান

9698. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক কে?

  1. মোহাম্মদ আলী জিন্নাহ
  2. লিয়াকত আলী খান
  3. শেরে বাংলা এ.কে. ফজলুল হক
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

9699. ১৯৪৬ সালের প্রাদেশক আইনসভার নির্বাচনে মুসলিম লীগ ‘ বাংলা প্রদেশে আসন পায়-

  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি

9700. বারতীয় কাউন্সিল আইন ১৮৬১ অনুযায়ী গভর্নর জেনারেল শাসন পরিষদ কাউন্সিল আইন পাস হয়?

  1. ১৮৫৭ সালে
  2. ১৮৫৮ সাালে
  3. ১৮৬১ সালে
  4. ১৮৭১ সালে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

   
   

0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 970"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved