পলিমার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1962
19611. রেশম পোকা থেকে তৈরি গুটি বা কোকুন কীসে সিদ্ধ করা হয়?
- লবণ পানিতে
- সাবান পানিতে
- ব্লিচিং পাউডার মিশ্রিত পানিতে
- অজৈব এসিডে
19612. রাবারের রাসায়নিক পদার্থ-
- তাপের প্রভাবে আয়তন কমে
- দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়া করে না
- দুর্বল এসিডের সাথে বিক্রিয়া করে
A,B
19613. রাবার ক্ষয়প্রাপ্ত হয় কোনটি দ্বারা?
- জলীয় বাষ্প
- দুর্বল ক্ষার
- ওজোন
- দুর্বল এসিড
19614. নিচের কোনটি পরিবেশ বান্ধব?
- পলিথিন ব্যাগ
- পাটের ব্যাগ
- প্লাস্টিকের ব্যাগ
- নাইলনের ব্যাগ
19615. ব্লেন্ডিং এন্ড মিক্সিং এর উদ্দেশ্য কী?
- বিভিন্ন রকম তুলার মিশ্রণ তৈরী করা
- ভালো তুলাকে পৃথক করা
- ব্যাচিং করা
- তুলার গুণাগুণ বৃদ্ধি করা
19616. পশমের বৈশিষ্ট্য কোনটি?
- নমনীয়তা
- স্থিতিস্থাপকতারং ধারণক্ষমতা নেই
- তাপ সুপরিবাহী
- রেশমের চেয়ে দেখতে বেশি সুন্দর
19617. মিহি মসৃণ ্ সরু সুতা তৈরি করতে কোনটি দরকার হয়?
- কার্ডিং
- কম্বিং
- উভয়ই
- কোনোটিই নয়
19618. নওরীন শীতের হাত থেকে আত্মরক্ষার জন্য এক ধরনের পোশাক পরে। আবার কোনো অনুষ্ঠানে যোগদানের জন্য নওরীন অন্য এক ধরনের পোশাক পরিধান করে, যেটি তন্তুর রাণী থেকে তৈরি। ১ম ধরনের পোশাক কোন তন্তু দ্বারা তৈরি?
- রেয়ন
- পশম
- পলিস্টার
- লিনেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পলিমার - এসএসসি-সাধারণ বিজ্ঞান-6"