
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক সম্মিলন।
আগামী ২৬ মে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। কৃষিবিদ দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুনর রশীদ।
এ স্নাতক সম্মিলনের মধ্য দিয়ে পবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর আগে পবিপ্রবি প্রতিষ্ঠিত হলেও নানা বিতর্কের কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা যায়নি। সাবেক বিলুপ্ত প্রতিষ্ঠান পটুয়াখালী কৃষি কলেজ ও পবিপ্রবির শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে বলে জানা গেছে।
আরো পড়ুন: