নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1644
16431. আমাদের দেশের সন্তানদেরকে কেন তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়?
- খাদ্যের অভাবে
- সামাজিক অপরাধের ভয়ে
- ভরণপোষণের অভাবে
- অসুস্থতার কারণে
16432. একজন মানুষের দৈনিক কত কিলো ক্যালরি প্রয়োজন?
- ১২২২ কিলো
- ২১১১ কিলো
- ২১২২ কিলো
- ২২৪৪ কিলো
16433. উক্ত সমস্যা সমাধানকল্পে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করা উচিত?
- উচ্চ জন্মহার রোধ
- জনসংখ্যার পুনর্বন্টন
- জনশক্তি রপ্তানি
- আয় পুনর্বন্টন
16434. কোন নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে কী বলে?
- জন্মহার
- মৃত্যুহার
- জনসংখ্যার ঘনত্ব
- মোট জনসংখ্যা
16435. পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগ কোনটি?
- শিল্প শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা
- পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ এবং এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ
- পরিবেশ রক্ষার আন্দোলনে জনগণকে উৎসাহিত ও অংশগ্রহণে রাজি করানো
- অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে জৈবসার ব্যবহারে উৎসাহিত করা
16436. আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি?
- জলবায়ুর প্রভাব
- দারিদ্র্য
- শিক্ষার অভাব
- উপরের সবগুলো
16437. বাংলাদেশের পুলিশ কর্মকর্তা ও জনসংখ্যার অনুপাত কত?
- 5.59722222222222
- 0.736111111111111
- 1.01388888888889
- 1.43055555555556
16438. নাগরিক কথাটির অর্থ কী?
- রাষ্ট্রের অধিবাসী
- সমাজের অধিবাসী
- নগরের অধিবাসী
- পল্লির অধিবাসী
16439. বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি পরিচালনা করা হয়?
- ৫ বছর
- ১০ বছর
- ১২ বছর
- ১৫ বছর
16440. আমাদের দেশের অধিকাংশ মানুষ –
- ধনী
- মধ্যবিত্ত
- প্রভাবশালী
- দরিদ্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-সমস্যা-ও-আমাদের-করণীয় - এসএসসি-পৌরনীতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1644"