নকল করার সুযোগ না দেওয়ায় শিক্ষককে অভিভাবকরা পিটিয়েছে

নকল করার সুযোগ না দেওয়ায় শিক্ষককে অভিভাবকরা পিটিয়েছে

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ‘নকল করার সুযোগ না দেওয়ায়’ সাতক্ষীরায় এক শিক্ষককে অভিভাবকরা পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব নারগিস আক্তার বলেন, শনিবার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন অভিভাবক ভেতরে ঢুকে কর্তব্যরত পরিদর্শক রুহুল আমিনকে মারধর করে।

“রুহুল আমিন সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। নকল করতে না পেরে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের অবিভাবকরা এই হামলা চালিয়েছে।”

কেন্দ্রটিতে সীমানা পাঁচিল না থাকায় সহজেই পরীক্ষার হলে ঢোকা যায় জানিয়ে তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।

আহত রুহুল আমিন আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষে যখন খাতা এক জায়গায় করছিলাম তখন মুহূর্তের মধ্যে কয়েকজন অভিভাবক এসে আমাকে কিলঘুসি মারে। আর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি কোনো রকমে খাতাগুলো নিয়ে অফিস রুমে চলে আসি।

“পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় আমার উপর এ হামলা চালানো হয়েছে।”

তবে তিনি হামলাকারীদের নাম বলতে পারেননি।

আশাশুনি থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, “শিক্ষকের উপর হামলার অভিযোগ পেয়েছি। সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

আরো পড়ুন:

এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী ও সহযোগিতা করায় ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক গবেষণায় ‘নকল’ করে বিপাকে

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline