জেএসসি-বাংলা-1-পদ্য-5-দুই-বিঘা-জমি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 321
দুই বিঘা জমি | 3201. ‘পাণি’ শব্দের অর্থ কী?
- জল
- হাত
- গৃহ
- প্রহর
3202. উপেন তার পূর্বের দুই বিঘা জমি বা বঙ্গভূমিকে কী আখ্যা দিয়েছে?
- ছিনালি
- রাক্ষসী
- ডাইনি
- সর্বগ্রাসিনী
3203. “মাটির কলসে জল ভরে :: কবিতায় যে দিকটি উপরের উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছে-
- নদীমাতৃক দেশ
- গ্রামীণ আবহাওয়া
- দরিদ্র জীবন
- স্মৃতিধন্য গ্রাম
3204. এক বিঘা বলতে বোঝায়-
- কুড়ি কাঠা
- ১৩৩৪ বর্গমিটার
- ১৪৪০ বর্গফুট
A,B
3205. “দুই বিঘা জমি” কবিতায় কোন শব্দ ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে?
- খতে
- ললাটে
- ধামে
- ঘটে
3206. রবীন্দ্রনাথ ঠাকুর পড়ালেখার জন্য ভর্তি হয়েছিলেন-
- নর্মাল স্কুলে
- ওরিয়েন্টাল সেমিনারিতে
- বেঙ্গল একাডেমিতে
A,B,C
3207. সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল?
- পনেরো-ষোলো
- সতেরো-আঠারো
- উনিশ-বিশ
- বারো-তেরো
3208. দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ-
- মরবার মতো ঠাঁই
- সপ্তপুরুষের বাস
- মিথ্যা দেনার খত
- বিলাস বেশ ধরায়
3209. ধাম শব্দের অর্থ-
- খেলাঘর
- পর্বত
- তীর্থস্থান
- দুনিয়া
3210. রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কোন তারিখে?
- ২২ বৈশাখ
- ২২ শ্রাবণ
- ২৫ বৈশাখ
- ২৫ শ্রাবণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "দুই বিঘা জমি জেএসসি বাংলা মডেল টেস্ট 321"