তাপগতিবিদ্যা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1378
13771. প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ কোনটি?
- বিকিরণ
- ব্যাপন ক্রিয়া
- আদর্শ গ্যাসের সমোষ্ণ পরিবর্তন
- জুল থমসন ক্রিয়া
13772. কোন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্যে?
- সমচাপ প্রক্রিয়া
- সমআয়তন প্রক্রিয়া
- সমোষ্ণ প্রক্রিয়া
- রুদ্ধ তাপীয় প্রক্রিয়া
13773. যখনই কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, তখনই কাজ ও তাপ পরস্পর –
- ব্যস্তানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
- সমানুপাতিক
- বর্গের সমানুপাতিক
13774. বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন কী ধরনের প্রক্রিয়া?
- সমোষ্ণ
- রুদ্ধতাপীয়
- ধ্রুব আয়তন
- ধ্রুব চাপ
13775. অপ্রত্যাগামী প্রক্রিয়া-
- একটি দ্রুত প্রক্রিয়া
- একটি স্বত:স্ফূর্ত প্রক্রিয়া
- সংস্থা তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না
13776. অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে –
- ব্যবস্থার আদি অবস্থার উপর
- ব্যবস্থার মাঝামাঝি অবস্থার উপর
- ব্যবস্থার চূড়ান্ত অবস্থার উপর
13777. তাপমাত্রার এস.আই একক কী?
- ফারেনহাইট
- ডিগ্রি সেলসিয়াস
- স্টেরেডিয়ান
- কেলভিন
13778. ‘তাপ আপনা আপনি শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে স্থানান্তর হয় না’ এই বিবৃতি প্রদান করেন কে?
- রুডলফ ক্লসিয়াস
- সাদি কার্নো
- ম্যাক্স প্লাঙ্ক
- লর্ড কেলভিন
13779. এনট্রপি সিস্টেমের কী পরিমাপ করে?
- তাপমাত্রা
- অন্ত:স্থ শক্তি
- শৃঙ্খলা
- বিশৃঙ্খলা
13780. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুধু করে তাকে কী বলে বলে?
- 1K
- পানির ত্রৈধ বিন্দু
- নিম্ন স্থির বিন্দু
- ঊর্ধ্ব স্থির বিন্দু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "তাপগতিবিদ্যা - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1378"