তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2544
25431. একটি ফাঁপা নলের এক প্রান্ত হাতুড়ি দিয়ে একবার আঘাত করে অন্য প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায়। কারণ-
- ফাঁপা নলের মধ্য দিয়ে তরঙ্গ প্রতিফলিত হয়
- বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমের শব্দ জোরে চলে
- ফাঁপা নলের বাইরে ও ভিতর দিয়ে শব্দ তরঙ্গের দ্রুতি সমান হয় না
25432. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে কিভাবে থাকে?
- সমান্তরালে
- 450 কোণে
- সমকোণে
- যেকোনো কোণে
25433. কোন বস্তুর মধ্য দিয়ে শব্দ বায়ুর চেয়ে 15 গুণ দ্রুত চলে?
- লোহা
- পানি
- কাঠ
- রাবার
25434. একটি কাঁসার বাসন মেঝেতে পড়ে গেলে শব্দ তৈরি করে। বাসনটিকে হাত দিয়ে চেপে ধরলে-
- শব্দ থেকে যায়
- কম্পন থেমে যায়
- প্রতিধ্বনি থেমে যায়
A,B,C
25435. 298K তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?
- 387ms-1
- 347ms-1
- 374ms-1
- 437ms-1
25436. বাতাসে শব্দের বেগ 332ms-1 হলে মানুষের শ্রাব্যতার উর্ধ্বসীমায় তরঙ্গদৈর্ঘ্য-
- 0.0166m
- 0.0266m
- 1.66cm
A,C
25437. গতির সামগ্রিক অবস্থা হচ্ছে কণার গতির-
- দিক
- বেগ
- ত্বরণ
A,B,C
25438. আমরা শব্দ শুনতে পাই না শব্দ উৎসের কম্পাঙ্ক-
- 20Hz এর কম হলে
- 20000Hz এর বেশি হলে
- 20Hz থেকে 20000 Hz এর মধ্যে থাকলে
A,B
25439. অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কিত তথ্য হলো-
- মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়
- সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়
- সংকোচন ও প্রসারণগুলো ক্রমান্বয়ে ডান দিকে সরে যায়
A,B,C
25440. মানুষের গলার সরযন্ত্রে কয়টি পর্দা থাকে?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তরঙ্গ-ও-শব্দ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2544"