তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2540
25391. যান্ত্রিক তরঙ্গ উদ্ভব হয়-
- কঠিন মাধ্যমে
- তরল মাধ্যমে
- বায়ু মাধ্যমে
A,B,C
25392. 200C তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ কত?
- 5130ms-1
- 5301ms-1
- 5013ms-1
- 5031ms-1
25393. নিচের কোনটি লম্বিক তরঙ্গ?
- সূর্যরশ্মি
- সমুদ্রের ঢেউ
- গিটার থেকে নিঃসৃত শব্দ
- বেতার তরঙ্গ
25394. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
- তরঙ্গ শীর্ষ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
- সংকোচন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
- তরঙ্গ পাদ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
A,B
25395. তরঙ্গ দ্বারা কোনটি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়?
- ত্বরণ
- শক্তি
- ক্ষমতা
- মাধ্যমের কণা
25396. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর কম্পনের দিক হলো-
- উত্তর দিকে
- দক্ষিণ দিকে
- পশ্চিম দিকে
25397. অনুদৈর্ঘ্য তরঙ্গের শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কী পরিবর্তন হয়?
- ঘনত্ব হ্রাস পায়
- ঘনত্ব বৃদ্ধি পায়
- কোনো পরিবহন হয় না
- ঘনত্বের হ্রাস-বৃদ্ধি উভয়ই হয়
25398. শব্দোত্তর কম্পাঙ্ক উৎপন্ন করতে পারে-
- বাদুর
- কুকুর
- মৌমাছি
A,B,C
25399. শব্দ তরঙ্গের ক্ষেত্রে সম্ভব-
- প্রতিফলন
- প্রতিসরণ
- উপরিপাতন
A,B,C
25400. বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
- কম্পন
- প্রসারণ
- সংকোচন
- সংবাহন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তরঙ্গ-ও-শব্দ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2540"