
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উত্ত্যক্তের জবাবে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছেন তার এক সময়ের বান্ধবী।
মো. আল আমিন (২৬) পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফুলার রোডে উদয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ছুরিকাঘাত করা হয় বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানিয়েছেন।
তাকে কুপিয়ে আহত করায় ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শক জাফর বলেন, আল আমিন ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক হলে দুই বছর আগে পারিবারিকভাবে তাদের আলাদা থাকতে বলা হয়েছিল। আজ মেয়েটি তার চাচার বাসায় যাওয়ার সময় ফুলার রোডে আল আমিন তাকে উত্ত্যক্ত করে।
এ সময় তার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলে আল আমিনকে পেছন থেকে দুইবার ছুরিকাঘাত করে মেয়েটি।
আরো পড়ুন: