
ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৬ খ্রিস্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১২ই নভেম্বর) গণিত প্রথম পত্র ও ১৮ই ডিসেম্বরে গণিত ২য় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এ দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ই নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ খবর জানা গেছে।
তবে স্থগিতকৃত পরীক্ষার দিন এখনও ঠিক করা হয়নি। শিগগিরই ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: