ঝুঁকি-ও-অনিশ্চয়তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1746
17451. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়?
- প্রতিষ্ঠন পরিচালনা
- মুনাফা অর্জন
- মুনাফা বন্টন
- অর্থায়নের নিরাপত্তা
17452. ঋণকৃত মূলধন পরিশোধের অক্ষমতার অনিশ্চয়তার থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কী বলে?
- তারল্য ঝুঁকি
- সুদ হার ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- ব্যবসায়িক ঝুঁকি
17453. শেয়ার থেকে প্রাপ্ত আর্ন সবচেয়ে বেশি ঝুঁকি বাহুল আর্ন হিসেবে গণ্য হয় কেন?
- এ আর্ন নির্দিষ্ট থাকে
- এ আর্ন নির্দিষ্ট থাকে না
- এ আর্ন অনেক ব্যব হয়
- এ আয়ে অনেক সময় লাগে
17454. কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
- বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
- পরিচালনা খরচের মিশ্রমের ওপর
- স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
A,B,C
17455. কীভাবে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়?
- ক্ষতির পরে ব্যবস্থা নিলে
- কম প্রকল্প হাতে নিলে
- ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে
- কোনটিই নয়
17456. ঝুঁকি ব্যবস্থাপনার জন্যে কী খুঁজে বের করা জরুরি?
- ঝুঁকির উৎস ও শ্রেণি
- ঝুঁকির কারণ
- ঝুঁকির তীব্রতা
- ঝুঁকির মেয়াদ
17457. ভোক্তার রুচি ও চাহিদার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার ওঠানামা ইত্যাদি কারণে কারবারে মূলধনের ক্ষতির সম্ভাবনাকে কী বলে?
- খাঁটি ঝুঁকি
- সম্পত্তির ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- বাজার ঝুঁকি
17458. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
- 5
- 4
- 3
- 2
17459. বিমাযোগ্য ঝুঁকি-
- সম্পত্তিগত ঝুঁকি
- ব্যক্তিগত ঝুঁকি
- আইনানুগ দায়দায়িত্ব-সংক্রান্ত ঝুঁকি
A,B,C
17460. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্যে কোন কাজটি করা অত্যাবশ্যক?
- অনিশ্চয়তা পরিমাপ করা
- ঝুঁকিমুক্ত বিনিযোগ করা
- ঝুঁকি পরিমাপ করা
- ব্যবসায় সম্প্রসারণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি-ও-অনিশ্চয়তা - এসএসসি-finance-banking-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1746"