জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 91
901. ময়মনসিংহ জাদুঘর বাংলাদেশ সরকারের কোন বিভাগ পরিচালনা করে?
- প্রত্নতত্ত্ব বিভাগ
- গৃহায়ন ও গণপূর্ত বিভাগ
- স্থাপত্য শিল্প বিভাগ
- আইন বিভাগ
902. ঢাকার জমিদার ও বণিকরা যে প্রাসাদ নির্মাণ করেছিলেন তা হলো-
- রূপলাল হাউস
- রোজ গার্ডেন
- নোভেল হাউস
A,B
903. তাজহাট জমিদার বাড়িটি কোথায় অবস্থিত?
- বগুড়ায়
- খুলনায়
- দিনাজপুরে
- রংপুরে
904. বর্তমানে দেশের মূল্যবান স্থাপত্যকীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে-
- তাজহাট প্রাসাদ
- শশীলজ প্রাসাদ
- দিঘাপাতিয়ার জমিদারের প্রাসাদ
A,C
905. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- ঢাকা
- ময়মনসিংহ
- নাটোর
- রংপুর
906. মোঘল যুগে কীসের জন্যে সোনারগাঁওয়ের খ্যাতি ছিল?
- প্রত্ন নিদর্শনের জন্যে
- মসলিন শাড়ির জন্যে
- অভিজাত এলাকা হিসেবে
- শিল্প প্রতিষ্ঠানের জন্যে
907. ঢাকার অন্যতম পুরানা গির্জার নাম কী?
- আমেরিকান চার্চ
- অক্সফোর্ড
- আর্মেনিয়ান চার্চ
- সেন্ট মেরিন চার্চ
908. ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
- পুরনা
- আগের
- নতুন
- বহু আগের
909. ভিক্টোরিয়া পার্ক নাম করণ করা হয় কোন শাসন আমলে?
- ইংরেজ শাসন
- পাল শাসন
- মোঘল শাসন
- চন্দ্র শাসন
910. পানাম নগরের সরদার বাড়িটিতে কয়টি প্রাসাদ ছিল?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 91"