জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 52
511. কত জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
- ১০ জন
- ১২ জন
- ১৫ জন
- ১৮ জন
512. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হলো-
- বেকার সমস্যার সমাধান
- শিক্ষার প্রসার
- বাল্যবিবাহ বন্ধ করা
A,B
513. ইউনেস্কো জাতিসংঘের কী ধরনের সংস্থা?
- রাজনৈতিক
- সাংস্কৃতিক
- সামাজিক
- অর্থনৈতিক
514. জাতিসংঘের কোন বিশেষ সংগঠন শিশুদের কল্যাণের জন্যে কাজ করে?
- ইউনেস্কো
- ফাও
- ইউনিসেফ
- ইউএনডিপি
515. বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার রক্ষা করা কোন সংস্থার উদ্দেশ্য
- ন্যাম
- ইউরোপীয় ইউনিয়ন
- জাতিসংঘ
- সার্ক
516. বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন সংস্থাটি গঠন করা হয়?
- আসিয়ান
- সার্ক
- আফ্রিকান ইউনিয়ন
- জাতিসংঘ
517. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত?
- 4
- 5
- 10
- 15
518. আফ্রিকার কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়?
- মরক্কো
- লিবিয়া
- সুদান
- মিশর
519. FAO -এর সদস্যসংখ্যা কত?
- 181
- 185
- 187
- 189
520. ইউনেস্কো কয়টি ক্ষেত্রে কাজ করে থাকে?
- ৬টি
- ৫টি
- ৮টি
- ৪টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 52"