জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 119
1181. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক?
- মৎস্য
- কৃষি
- শিল্প
- স্বাস্থ্য ও সেবা
1182. কোনটিকে মানব সম্পদে পরিণত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে?
1183. প্রবৃদ্ধির সূচক আমাদের দেশ অনেক এগিয়ে যাবে: যদি-
- বেকারত্ব হ্রাস পায়
- জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয়
- দুর্নীতি হ্রাস পায়
A,B,C
1184. কৃষক কী উৎপাদন করে?
- সেবাপণ্য
- কৃষিপণ্য
- হিমায়িত পণ্য
- অহিমায়িত পণ্য
1185. ২০০৯-১০ অর্থবছরে পাইকারি ও কুচরা বাণিজ্য খাতের অবদান কত ছিল?
- ১৩.৩০ শতাংশ
- ১৩.৩৩ শতাংশ
- ১৪.২৩ শতাংশ
- ১৪.৩০ শতাংশ
1186. যারা শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে তাদের পরিচয় কোনটি?
- পেশাজীবী
- শ্রমিক
- চিকিৎসক
- প্রকৌশলী
1187. বিআরটিসি বাংরাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি পরিবহণ সংষ্থা। এটি কোন ধরনের সংস্তা?
- রাষ্ট্রীয় মালিকানাধীন
- ব্যক্তি উদ্যোগে পরিচালিত
- বেসরকারি সংস্থা
- অংশীদারিত্বমূলক সংষ্থা
1188. সাম্প্রতিক সময়ে সরকার যেক্ষেত্রে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে-
- শিক্ষা ও প্রযুক্তি
- খাদ্য ও মৎস্য
- নারী শিক্ষা
- গৃহশিক্ষা
1189. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে-
- উৎপাদন বৃদ্ধি পাবে
- নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে
- শহরমুখিতা হ্রাস পাবে
A,B,C
1190. ২০০৯-১০ অর্থবছরে জাতীয় আয়ে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত শতাংশ?
- 2.38
- 4.38
- 2.45
- 4.39
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6"