জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 118
1171. বিশ্বমন্দা সত্ত্বেও ২০০৮-৯ অর্থবছরে বাংরাদেশের অর্থনীতি বড় ধরনের সংকটে না পড়ার অন্যতম কারণ কোনটি?
- বাংরাদেশ ব্যাংকের নিপূণ দক্ষতা
- প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স
- বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা
- দেশীয় শিল্পের স্বয়ংসম্পূর্ণতা
1172. মোট জাতীয় উৎপাদনের ইংরেজী কোনটি?
- Gross Net Product
- Gross National Product
- Gross New Product
- Gross Native Product
1173. জনগণের আর্ন বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পায়?
- জীবনযাত্রার মান
- উৎপাদন
- রেমিটেন্স
- মাথাপিছু আয়
1174. GDP এর সঠিক ইংরেজী কোনটি?
- Gross Domestic Progect
- Gross Distribute Product
- Grand Domestic Production
- Gross Domestic Product
1175. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করাই হচ্ছে-
- শিল্পোন্নয়ন
- দক্ষ মানুষ গড়া
- মানব উন্নয়ন
- মানব সম্পদ উন্নয়ন
1176. মৎস্য খাতে জাতীয় আর্ন বৃদ্ধি পাচ্ছে-
- অভ্যন্তরীণ উৎস থেকে
- বৈদেশিক উৎস থেকে
- সামুদ্রিক উৎস থেকে
A,C
1177. দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
- দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
- কৃষিবজবার্ষিক উৎপাদন
- শিল্পজ বার্ষিক উৎপাদন
- সেবামূলক বার্ষিক উৎপাদন
1178. যাদেরকে দেশের মানব সম্পদ বলা হয় তার যে কোনো খাতে অবদান রাখে-
- মেধা দিয়ে
- অর্থ দিয়ে
- শ্রম দিয়ে
A,C
1179. বাংলাদেশের বেশিরভাগ লোক কোথায় বাস করে?
- শহরে
- উপজেলায়
- উপশহরে
- গ্রামে
1180. দক্ষতার জন্য প্রয়োজন বলে তুমি মনে কর-
- সুস্বাস্থ্যের অধিকারী
- শিক্ষা
- প্রশিক্ষণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 118"