জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 102
1011. সামাজিকীকরণ আসলে একটি-
- গতানুগতিক প্রক্রিয়া
- আধুনিক প্রক্রিয়া
- চলমান প্রক্রিয়া
- প্রাচীন প্রক্রিয়া
1012. আপনের বয়স আট বছর। স্কুলে তার অনেক বন্ধু আছে। বন্ধুদের সাথে মিশতে আপন অনেক ভালোবাসে। কারণ তাদের সাথে মিশে সে নতুন নতুন অনেক কিছু শেখে। তার বন্ধু নাবিলের কাছ থেকে কম্পিউটার চালানো শেখে। তাছাড়া খেলার মাঠে আপন সকলকে নেতৃত্ব দেয়।
- শিক্ষক
- মা বাবা
- সমবয়সী সঙ্গী
- পরিবার
1013. আপনের এ ধরনের কার্যক্রমের ফলে-
- সামাজিকীকরণ হয়
- মূল্যবোধ ও নৈতিকতার সৃষ্টি হয়
- সে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে
A,B
1014. আপনের বন্ধুতের মাধ্যমে অর্জিত গুণ হলো-
- অনৈতিকতা
- সৃষ্টিশীল কর্ম
- নেতৃত্ব
B,C
1015. সফিক একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে ওঠে?
- সহনশীলতা
- বিজ্ঞান মানসিকতা
- সুকুমার বৃত্তি
- নেতৃত্ব
1016. তানিয়া ছায়ানটের একজন নিয়মিত শিল্পী। প্রতি সপ্তাহেই সে ক্লাস করত যায়। এর মাধ্যমে তার মধ্যে বিকশিত হবে-
- রাজনৈতিক নেতৃত্ব
- সৌন্দর্যবোধ
- সহনশীলতার গুণ
B,C
1017. সামাজিকীকরণের মধ্য দিয়ে ব্যক্তি কীসের উপযোগী হয়ে গড়ে উঠে?
- শিক্ষা গ্রহণের
- নেতৃত্বের
- প্রত্যাশিত আচরণের
- সামাজিক শৃঙ্খলার
1018. কার আকর্ষণ শিশুর কাছে অপ্রতিরোধ্য
- পিতা
- মাতা
- বন্ধু
- ভাই
1019. কী ফোনের মাধ্যমে স্বল্প খরচে দেশ-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে কথা বলঅ যায়?
1020. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
- ইউনিয়ন পরিষদ
- সিটি কর্পোরেশন
- সাহিত্য সমিতি
- জাতীয় সংসদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 102"