জেএসসি-বাংলা-1-গদ্য-8-আমাদের-লোকশিল্প – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 242
জেএসসি বাংলা | 2411. কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্যে উপযোগী?
- বুড়িগঙ্গা
- শীতলক্ষ্যা
- গোমতী
- মেঘনা
2412. স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জনের আদর্শ কী?
- মসলিন
- জামদানি
- খাদি
- নকশিকাঁথা
2413. তৈজসপত্র তৈরিতে ছাঁচেরে মধ্যে কোন বস্তুটি ঢেলে ছাঁচ ভেঙ্গে ফেলা হয়?
- গলিত লোহা
- গলিত সিসা
- গলিত কাঁসা
- গলিত ইস্পাত
2414. মসলিন কী?
- এক প্রকার খাবার
- এক প্রকার কাপড়
- এক প্রকার আসবাব
- এক প্রকার পানীয়
2415. শীতলক্ষ্যা নদীর তীরে কোন শহর অবস্থিত?
- নারায়ণগঞ্জ
- গোপালগঞ্জ
- মুন্সিগঞ্জ
- মানিকগঞ্জ
2416. লোকশিল্পের দ্বারা সম্ভব-
- বেকারত্ব দূর করা
- স্বাবলম্বী করা
- পরিশ্রমী করা
A,B
2417. খাদ্যশস্যের পরে এদেশের মানুষের জীবনের সাথে কোন জিনিসটি জড়িয়ে আছে?
- লোকশিল্প
- কুটিরশিল্প
- ক্ষুদ্রশিল্প
- তাঁতশিল্প
2418. বাংলাদেশের কোন শিল্প শিল্পগুণ বিচারে লোকশিল্পের মধ্যে গণ্য?
- কুটিরশিল্প
- পাটশিল্প
- চিনিশিল্প
- বস্ত্রশিল্প
2419. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
- নোওয়াপাড়া
- নওয়াপাড়ায়
- নবাবপাড়া
- নওদাপাড়া
2420. এমন মৌসুমই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশাতোলঅ কাঁথা সেলাই করতে।
- রং-বেরঙের নকশার জন্য
- কল্পনাকে নকশায় রূপ দেওয়ার জন্য
- বিচিত্র নকশায় তাদের পরিবেশ ও জীবনগাথা রূপায়ণের জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলা - 1 - গদ্য - 8 - আমাদের লোকশিল্প - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 242"