জেএসসি-বাংলা-1-পদ্য-10-দেশ – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 261
জেএসসি বাংলা | 2601. সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?
- সাদা বক
- কালো কাক
- সাদা সারস
- কালো কোকিল
2602. ‘দেশ’ কবিতায় ‘পাতার পারাবার’ বলতে কী বোঝানো হয়েছে?
- পাতার সমুদ্র
- পাতার প্রাচুর্য
- ঝরা পাতা
- পাতার সৌন্দর্য
2603. বনের লিপিখানি কী দিয়ে বুনোট করে?
- ফুৃলের সুবাস দিয়ে
- পাতার পারাবারে
- সবুজ শস্য দিয়ে
- রোদের গুঁড়ো দিয়ে
2604. সাত সাগরে পণ্য কে গঞ্জে-নগরে ছড়িয়ে দেয়?
- ববসায়ীদের জাহাজ
- সওদাগরের নৌকা
- বণিজ্য তরী
- লঞ্চ-স্টিমার
2605. জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
- মাটির কান্না
- রঙিলা নায়ের মাঝি
- এক পয়সার বাঁশী
- বেদের মেয়ে
2606. মাঠের ফসল ভোগ করতে পারে সমাজের কোন শ্রেণির জনগণ?
- ভূমিহীন কৃষক
- অভাবী জনগণ
- সর্বহারার দল
- বিত্তবান মানুষ
2607. পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, – উদ্দীপকটিতে ‘দেশ’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
- খেতের সৌন্দর্য
- ফসলের সৌন্দর্য
- বনের সৌন্দর্য
- প্রজাপতির সৌন্দর্য
2608. ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো-
- সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ
- সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি
- সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক
A,C
2609. বাংলার বনাঞ্চলে পাখির গতিশীলতা আর যেখানে গতিধর্ম সৃষ্টি করে-
- কচি বনের পাতা কাঁপে
- রোদের কণা তলায় নাচে
- বুনোহাতিরা আকাশ থেকে নামে
A,B
2610. ‘দেশ’ কবিতায় কবি ধানের শীষের ওপর কোন কালের শিশিরের কথা বলেছেন?
- শরৎকাল
- হেমন্তকাল
- শীতকাল
- বসন্তকাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা পদ্য দেশ মডেল টেস্ট - 261"