জেএসসি-বাংলা-1-পদ্য-6-পাছে-লোকে-কিছু-বলে – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 336
3351. ‘টলা’ শব্দের অর্থ কী?
- আনন্দিত হওয়া
- বিশ্রাম নেওয়া
- বিচলিত হওয়া
- কম্পিত হওয়া
3352. কী রূপ নয়নের জলকে লোকে সমালোচনা করতে পারে?
- শুষ্ক
- নির্মল
- শুভ্র
- ম্রিয়মাণ
3353. সংশয় সদা সংকল্প কী হয়ে?
- টলে
- কাঁদে
- জলে
- মিলে
3354. ‘সংকল্প’ বলতে কী বোঝায়?
- মনের কথা
- মনের দৃঢ় ইচ্ছা
- স্বপ্ন
- সৎ চিন্তা
3355. ‘প্রশমিতে’ কথাটি দ্বারা বোঝানো হয়েছে-
- বিষাদিত হতে
- উপশম ঘটাতে
- নিবারণ করতে
B,C
3356. ভালো কাজ করতে গেলে মানুষের মন যেটি দ্বারা প্রায়শই আক্রান্ত হয়ে?
- পারলৌকিকতা
- দ্বিধাগ্রস্থতা
- সংশয়াচ্ছন্নতা
B,C
3357. অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কীসের কবলে পড়ে?
- লজ্জার
- ভীতির
- দ্বিধার
- সংকটের
3358. হৃদয়ে লাভ করা শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায় কোন পরিপ্রেক্ষিতে?
- বড়দের ভয়ে
- শিশুদের কোলাহলে
- সংকোচের জন্য
- প্রকৃতির প্রভাবে
3359. কবি কাজ করতে পারেন না কেন?
- সংকল্প সাধনে
- লোকের নিরুৎসাহে
- ভয় আর লজ্জায়
- বাধা পাওয়ায়
3360. হৃদয়ে বুদবুদের মতো কীসের চিন্তা উদয় হয়?
- মন্দ চিন্তা
- শুভ্র চিন্তা
- সাদা চিন্তা
- সত্য চিন্তা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-6-পাছে-লোকে-কিছু-বলে - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 336"