জেএসসি-বাংলা-1-গদ্য-5-পড়ে-পাওয়া – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 213
2121. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের দলের সর্দার কে ছিল?
- সিধু
- নিধু
- তিনু
- বিধু
2122. ‘সংশয়’ শব্দটির অর্থ কোনটি?
- শঙ্কা
- স্পর্শ
- সন্দেহ
- গুরুতর
2123. ‘পড়ে পাওয়া’ গল্পে বালকদের দলের মধ্যে বয়সে বড় ছিল কে?
- তিনু
- বাদল
- বিধু
- মিঠু
2124. ‘গহনা’ শব্দের অর্থ কোনটি?
- অলংকার
- ধনসম্পদ
- টাকাকড়ি
- জমিজমা
2125. ‘পড়ে যাওয়া’ গল্পে বিধু কীসের প্রতীক?
- দুরন্তের
- নির্ভরতার
- অভিজ্ঞতার
- বিদ্বানের
2126. গল্পকথক ও বাদল টিনের ক্যাশবাক্স হাতে নিয়ে অন্ধকারে কোথায় বসেছিল?
- কাঁঠাল বাগানে
- আমতলায়
- তেঁতুলতলায়
- বকুলতলায়
2127. লেখক আর বাদল কোন পথ দিয়ে বাড়ি ফিরছিল?
- স্টেশনের
- নদীর ধারের
- স্কুলের
- হাটের
2128. ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’- কিসের সন্দেহ?
- বিধুর বিজ্ঞতার
- ঝড় আসার
- আম কুড়োবার
- বিধুর অজ্ঞতার
2129. সুমন ও ওর বন্দুরা একদিন বাসে চড়ে স্কুলে যাচ্ছিল । পথিমধ্যে ওদের বাসটির ইঞ্জিন বিকল হয়ে যায়। অন্যরা বাস বদলে স্কুলে থাকার কথা তুললেও সুমন তাতে রাজি হয় না। ওর আহ্বানে সবাই মিলে বাসটিকে ধাক্কা দেয়। কিছুক্ষণের মধ্যে বাসটির ইঞ্জিন সচল হয়।
- লেখক
- বিধু
- বাদল
- কাপালি
2130. উদ্দীপকের মূল বক্তব্য ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কোন দিকটি তুলে ধরে?
- সততা
- মানবিকতা
- ঐক্যচেতনা
- অস্থিরতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-5-পড়ে-পাওয়া - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 213"