“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
অনুশীলনী কর্ম-১। ক্ষুদধ প্রাণীও মানুষের মহৎ উপকার করতে পারে- এ প্রসঙ্গে একটি কাহিনী লেখ।
বহুনির্বাচনি প্রশ্ন
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ? ক. ১৮৬১ খ. ১৯১ক্ত গ. ১৯১৪ ঘ. ১৯৪১ ২। পন্ডিতের মুখ চুন হয়েছিল কেন ?
ক. মৃতুর ভয়ে ভীত হওয়া খ. করণীয় খুঁজে না পাওয়া গ. দায়িত্বে অবহেলা করায় ঘ. মন্ত্রীর আদেশ শুনে নিচের অনুচ্ছেদটি পড় এবং ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রহিম মিয়ার একমাত্র পুত্রকে কুকুরে কামড়ালে ভৃত্য নরু এসে তাকে এ খবর জানায়। সেই সাথে আরও বলে যে, তাকে ইনজেকশন দিতে হবে। রহিম মিয়া এ কথায় কোনো গুরুত্ব দেয়নি। কদিন পর ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা শেষে ডাক্তার বলেন, ছেলেটি জলাতাঙ্ক রোগে আক্ষান্ত হয়েছে। ক্ত। উদ্দীপকের নরুর সাথে ‘জুতা-আবিষ্কার’ কবিতার যে চরিত্রের সাদৃশ্য রয়েছে সেই চরিত্র হলো-
র. হবুর II. গᠦѠưুর III. চরররমার-কুল পতি নিচের কোনটি সঠিক ?
ক. র খ. II গ. ররI ঘ.রররЬ II ও Iরর.
ৠưররߠƧ্যমিক বাংলা সাহিত্য ১৮৭
৪। এরপ সাদৃশে্যর কারণ কী ?
ক. সৎপরামর্শ খ. বুদ্ধিমত্তা গ. সচেতনতা ঘ. পরোপকার
সৃজনশীল প্রশ্ন বিদ্যালয়ের চাল ফুটো হয়ে ঘরে বৃষ্টির পানি পড়ছে। জেলা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে এলে প্রধান শিক্ষক এটি তাঁর নজরে আনেন। তিনি এটি গুরুত্বের সাথে শুনে বলেন, অচিরেই এ ব্যাপারে উপরে লিখবেন। অনুমোদন পেলে বাজেট করে পাঠিয়ে দিবেন। তাই তাকে আগামী বাজেট না আসা র্পূযন্ত অপেক্ষা করতে বলেন। জেলাবোর্ড কর্মকর্তার প্রতিশ্রুতির এটি এলাকায় আলোচিত হলে বেকার-ভবঘুরে যুবক সোহেলকে এটি ভাবিয়ে তোলে। সে তার বন্ধুদের সাথে এটি আলোচনা করে দধুত স্কুল ঘরের সমস্যার সমাধানের পথ খুঁজে বের করে।
ক. রাজা হবু ধুলি দর করার নির্দেশ দিয়েছিলেন কাকে ? খ. জলের জীব জল বিনা মরল কেন ? গ. জেলা বোর্ডের কর্মকর্তার সাথে ‘জুতা আবিষ্কার’ কবিতার গোবুরায়ের সাদৃশ্যগত দিকটি
ব্যাখ্যা কর। ঘ. ‘সমাজের উপেক্ষিতদের মাধ্যমেও অনেক গুরুত্বর্পূণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব’
এটি উদ্দীপক ও ‘জুতা আবিষ্কার’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
1 responses on "জুতা-আবিষ্কার - অনুশীলনী কর্ম-"