জীবের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 576
জীবের পরিবেশ | 5751. উদ্ভিদ ও প্রাণীর পচনক্রিয়ায় অংশ নেয় কী?
- মশা
- ব্যাকটেরিয়াসহ কিছু অণুজীব
- কেঁচো
- কৃমি
5752. উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি?
- Rhizobium ব্যাকটেরিয়া
- E. coli ব্যাকটেরিয়া
- Entanbocba histolytica ব্যাকটেরিয়া
- Selmonella ব্যাকটেরিয়া
5753. এখন পর্যন্ত প্রায় কী পরিমাণ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
- ১০ লক্ষ
- ১২ লক্ষ
- ১৮ লক্ষ
- ১৫ লক্ষ
5754. খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ –
- বাড়তে থাকে
- অপরিবর্তিত থাকবে
- সামান্য বাড়তে থাকবে
- কমতে থাকবে
5755. নিচের কোনটি আবর্জনাভূক প্রাণী?
- হায়েনা
- মুরগী
- বাঘ
- হরিণ
5756. জীবের উদ্ভবের আগেই পরিবেশ ছিল –
- অক্সিজেন
- জৈব এসিড
- কার্বন ডাই অক্সাইড
A,C
5757. বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে –
- সূর্যালোকের পরিমাণ
- বৃষ্টিপাতের পরিমাণ
- বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ
A,C
5758. বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হলো –
- হিউমাস
- সূর্যালোক
- বায়ুর চাপ
B,C
5759. গ্রিন হাউজ প্রভাবে সমুদ্রের সমুদ্রের কোন পরিবর্তন ঘটে?
- পানির উচ্চতা বাড়ে
- পানির উচ্চতা কমে
- পানির উচ্চতা অপরিবর্তিত থাকে
- পানির রং বদলায়
5760. সর্বোচ্চ খাদক কোনটি?
- গরু
- ছাগল
- হরিণ
- বক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের পরিবেশ এসএসসি জীববিজ্ঞান"