জীবনীশক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 652
6511. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ কোনটি?
- ক্লোরোফিল ও আলো
- আলো ও হাইড্রোজেন
- ক্লোরোফিল ও অক্সিজেন
- আলো ও অক্সিজেন
6512. তুমি দুর্বাঘাসকে ইট দিয়ে ঢেকে দিলে, কিছুদিন পর লক্ষ করলে সেগুলো হলুদ বা সাদা হয়ে গেছে। এর কারণ হলো –
- সূর্যালোকের অনুপস্থিতি
- বায়ুর অনুপস্থিতি
- পানির অনুপস্থিতি
6513. শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি থেকে উদ্ভূত হয় কোনটি?
- তাপশক্তি
- শব্দশক্তি
- আলোকশক্তি
- বিভবশক্তি
6514. C6H12O6®C2H5OH+2CO2+ শক্তি (ATP) বিক্রিয়ার ক্ষেত্রে –
- অবাত শ্বসনে ঘটে
- 2CO2 ও 56k cal/mol শক্তি উৎপন্ন করে
- সবাত শ্বসনে ঘটে
A,B
6515. শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?
- সাইটোপ্লাজমে
- নিউক্লিয়াসে
- রাইবোসোমে
- মাইটোকন্ড্রিয়ায়
6516. শ্বসনিক বস্তু কোনটি?
- প্রোটিন
- পানি
- আলো
- তাপ
6517. কোষে ক্লোরোফিল বেশি পরিমাণে থাকলে কী ঘটে?
- এনজাইমের অভাব
- এনজাইমের আধিক্য
- ভিটামিনের অভাব
- ভিটামিনের আধিক্য
6518. সবাত শ্বসনে উৎপন্ন হয় –
- CO2
- H2O
- শক্তি
A,B,C
6519. ছোলা বীজের কোষ মেরে ফেলার জন্য কী ব্যবহৃত হয়?
- সোডিয়াম ক্লোরাইড
- পটাসিয়াম ক্লোরাইড
- মারকিউরিক ক্লোরাইড
- সালফিউরিক এসিড
6520. সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ADP তে পরিণত হওয়াকে কী বলে?
- ফটোফসফোরাইলেশন
- শ্বসন
- ক্রেবচক্র
- অভিস্রবণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনীশক্তি - এসএসসি-জীববিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 652"