জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2438
24371. কার্বনের কয়টি আইসোটোপ আছে?
- একটি
- দশটি
- তিনটি
- ছয়টি
24372. কীটপতঙ্গ দমনে কোনটির ব্যাপক ব্যবহার রয়েছে?
- সিটিস্ক্যান
- এক্সরে
- আল্ট্রসনোগ্রাফি
- তেজস্ক্রিয় আইসোটোপ
24373. খাদ্য গ্রহণ ও শ্বসন প্রকিয়ার মাধ্যমে মানবদেহে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তর করে?
- তাপশক্তি ও যান্ত্রিকশক্তি
- যান্ত্রিশক্তি ও তড়িৎশক্তি
- তাপশক্তি ও তড়িৎশক্তি
- তাপশক্তি ও শব্দশক্তি
24374. এনজিওগ্রাফি ডাক্তার যে নল ব্যবহার করেন তার নাম কী?
- ক্যাথোড
- অ্যানোড
- ক্যাথেটার
- অ্যানেটার
24375. এক্সরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
- এটি এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ
- এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10-10m
- এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে অনেক বেশি
A,B
24376. এনজিওগ্রাফিতে ব্যবহৃত ডাই কিসের মাধ্যমে শরীর থেকে বের হয়?
- বৃহদাস্ত্র ও ক্ষুদ্রান্ত্র
- কিডনী ও মূত্র
- কিডনী ও বৃহদান্ত্র
- বৃহদান্ত্র ও মূত্র
24377. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রকিয়ায়?
- সিটি স্ক্যান
- ইসিজি
- এমআরআই
- আল্ট্রাসনোগ্রাফি
24378. উদ্ভিদের বৃদ্ধি রেকর্ডের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
- ফোনোগ্রাফ
- ক্রেস্কোগ্রাফ
- থেস্কোগ্রাফ
- টেলিগ্রাফ
24379. প্রকৃতি যে সব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলোর আলোচ্য বিষয় কী?
- রসায়ন বিজ্ঞান
- পদার্থবিজ্ঞান
- জীববিজ্ঞান
- জীবপদার্থ বিজ্ঞান
24380. আইসোটোপে-
- প্রোটন সংখ্যা সমান
- নিউট্রন সংখ্যা সমান
- ভর সংখ্যা সমান
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2438"