📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এসএসসি-পদার্থ বিজ্ঞান-মডেল টেস্ট- 2433

 

জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2433

এসএসসি-পদার্থ বিজ্ঞান-মডেল টেস্ট | 24321. জগদীশচন্দ্র বসু কত সালে রেডিও সংকেত প্রেরণ করেন ?

  1. 1748
  2. 1845
  3. 1884
  4. 1895

24322. এনজিওগ্রাফি উপযোগী-

  1. করোনারী আর্টারী রোগ নিরূপণে
  2. ধমনীর চিকিৎসায়
  3. জড়ায়ুর টিউমার সনাক্তকরণে

24323. মুখের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে কোনটি বেশি ব্যবহার করা হয়?

  1. MR1
  2. Xray
  3. RCG
  4. ETT

24324. কোনটি করার সময় কখনো কখনো চিকিৎসগণ একই সময়ে সার্জারী ছাড়াই রক্তনালির ব্লকের চিকিৎসা করে থাকেন?

  1. ইটিটি
  2. এনজিওগ্রাম
  3. এমআরআই
  4. ইসিজি

24325. হার্ট অ্যাটাকে মজিদের মৃত্যুতে বাতেন সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তার হার্ট অ্যার্টাক সম্পর্কে কীভাবে সতর্ক সংকেত পেতে পারেন?

  1. অপারেশন করিয়ে
  2. এক্সরে করিয়ে
  3. এমআরআই এর সাহায্যে
  4. ইসিজি পরীক্ষার মাধ্যমে

24326. নিচের কোনটি জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ?

  1. All about war
  2. Response in the Living and Non-Living
  3. War and Peace
  4. Origin of species

24327. দ্রুতি গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির যে বিকিরণ উৎপন্ন হয় তাকে কী বলে?

  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. এক্সরশ্মি

24328. জগদীশচন্দ্র বসু উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে কত মিলিমিটারে নামিয়ে আনতে সক্ষম হন?

  1. প্রায় ৩ মিলিমিটার
  2. প্রায় ৫ মিলিমিটার
  3. প্রায় ৭ মিলিমিটার
  4. প্রায় ৮ মিলিমিটার

24329. বাহ্যিক রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়-

  1. কোবাল্ট বিকিরণ
  2. উচ্চশক্তি সম্পন্ন এক্সরে
  3. ইলেকট্রন বীম

24330. হৃৎপিন্ডকে মানবদেহের স্বয়ক্রিয় পাম্প বলা হয় কেন?

  1. উদ্দীপনা ব্যতীত সমগ্র দেহে পানীয় পদার্থ সঞ্চালনে সক্ষম বলে
  2. উদ্দীপনা ব্যতীত সমগ্রদেহে রক্ত সঞ্চালনে সক্ষম বলে
  3. সমগ্র দেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে বলে
  4. দেহের শ্বসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে বলে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরও পড়ুন :

জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2434

জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2435

জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2436

 

আমাদের অন্যান্য সেবা:

ডোমেইন হোস্টিং

   
   

0 responses on "এসএসসি-পদার্থ বিজ্ঞান-মডেল টেস্ট- 2433"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved