জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2432
24311. অনুশীলনরত অবস্থায় করা হয়-
- এনজিওগ্রাফি
- ইটিটি
- রেডিওথেরাপি
24312. নিচের কোনটিকে খুব সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে?
- এক্সরে
- আল্ট্রসাউন্ড
- ইসিজি
- এমআরআই
24313. আলট্রাসাউন্ড এর বড় সীমাবদ্ধতা কী?
- এটি কঠিন অস্থি ভেদ করতে পারে না
- সকল ধাতব বস্তু ভেদ করে চলে যেতে পারে
- শব্দের প্রতিধ্বনি ফিরে আসে না
- এটি নরম অস্থি ভেদ করতে পারে না
24314. এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যর চেয়ে কী রকম?
- সমান
- অনেক কম
- অনেক বেশি
- এক্সরের তরঙ্গদৈর্ঘ্য নেই
24315. শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়-
- রক্তনালীতে ব্লক হলে
- রক্তনালী সরু
- রক্তনালী অপ্রস্থ
A,B,C
24316. ইসিজি এর পূর্নরূপ কোনটি?
- ইলেকট্রোকার্ডিওগ্রাফি
- ইলেকট্রোকার্ডিওগ্রাম
- ইলেকট্রোকাপগ্রাফি
- ইলেকট্রোকোপিগ্রাম
24317. এক্সরে তুলনায় সিটিস্ক্যানের চিত্র অনেক নিখুঁত ও বিস্তৃত হওয়ার কারণ কোনটি?
- রোগীর দেহে একবার এক্সরে বীম প্রেরণ করা হয়
- রোগীর দেহে অনেকগুলো এক্সরে বীম প্রেরণ করা হয়
- রোগীর দেহে দ্বিমাত্রিক ছবি গঠন করা হয়
- রোগীর দেহে একই ঘনত্বের শত শত স্তর শনাক্ত করা হয়
24318. কোনটির সাহায্যে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি শনাক্ত করা যায়?
- ইসিজি
- এন্ডোসকোপি যন্ত্র
- এমআরআই
- তেজজস্ক্রিয় আইসোটোপ
24319. পরমাণু চিকিৎসায় বহুল ব্যবহৃত আইসোপটোপ কোনটি?
- আয়োডিন-131
- কোবাল্ট-60
- টেকনিশিয়াম-99 m
- ফসফরাস-32
24320. জগদীশচন্দ্রবসু মৃত্যুবরণ করেন কত সালে?
- ১৯৩৫ সালে
- ১৯৩৭ সালে
- ১৯৩৯ সালে
- ১৯৪১ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12"