জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2443
24421. সিটিস্ক্যান যন্ত্র কীভাবে কোনো বস্তুর অভ্যন্তরের ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে?
- ডিজিটাল পাটিগাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
- ডিজিটাল বীজগণিতিক প্রক্রিয়া ব্যবহার করে
- ডিজিটাল জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
- এনালগ জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে
24422. বিজ্ঞানের কোন দুটি শাখার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে?
- জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান
- রসায়ন ও পদার্থবিজ্ঞান
- জড় বিজ্ঞান ও জীববিজ্ঞান
- প্রাণীবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান
24423. নিচের কোনটির নিয়মগুলো শুধু জড় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
- রাষ্ট্রবিজ্ঞান
- ভৌত বিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- নৃবিজ্ঞান
24424. ইসিজি পরীক্ষায় কোনটি জানা যায়?
- হাড় ভেঙেছে কিনা
- কোনো অঙ্গে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে কিনা
- যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা
- টিউমার আছে কিনা
24425. হৃৎপিন্ডের বৈদ্যুতিক কার্যলাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
- এমআরআই
- ইসিজি
- সিটিস্ক্যান
- আলট্রাসনোগ্রাফি
24426. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
- টেকনিসিয়াম
- আয়োডিন
- কোবাল্ট
- ফসফরাস
24427. সিটিস্ক্যানের সাহায্য পাওয়া যায়-
- ব্রেনের ত্রিমাত্রিক ছবি
- ফুসফুসের ত্রিমাত্রিক ছবি
- রক্তবাহী শিরার ত্রিমাত্রিক ছবি
A,B,C
24428. মানুষের শরীরে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণে কোনটি সহায়তা করে?
- যকৃৎ
- বৃক্ক
- হৃৎপিন্ড
- ফুসফুস
24429. কোনটির ভৌত ও রাসায়নিক নীতির ওপর ভিত্তি কর এম আর আই যন্ত্র কাজ করে?
- ECG
- NMR
- CT scan
- NRI
24430. কোনটিকে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বীম-এ পরিণত করা হয়?
- সিটিস্ক্যান
- আল্ট্রসনোগ্রাফি
- এক্সরে
- ভোল্টমিটার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-পদার্থবিজ্ঞান - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2443"