জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 610
6091. পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?
- প্রাইমারি জাইলেম
- সেকেন্ডারি জাইলেম
- ট্রাকিড
- ভেসেল
6092. ফুলের রং লাল, হলুদ, গোলাপি হয় কারণ এতে আছে-
- ক্রোমোপ্লাস্ট
- নিউকোপ্লাস্ট
- ক্লোরোপ্লাস্ট
6093. কোষের ক্ষেত্রে-
- জীবদেহের গঠন ও কার্যগত একক
- আদি ও প্রকৃত কোষে বিভক্ত
- দেহ ও জননকোষে বিভক্ত
A,B,C
6094. জাইলেম টিস্যুর যে সকল উপাদান যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদানের সাথে জড়িত হা হলো-
- ট্রাকিড ও ভেসেল
- ভেসেল ও জাইলেম প্যারেনকাইমা
- ভেসেল ও জাইলেম ফাইবার
A,C
6095. আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোন অঙ্গাণু?
- প্লাস্টিড
- মাইটোকন্ড্রিয়া
- নিউক্লিয়াস
- কোষপ্রাচীর
6096. প্রাণিকোষে কোষগহ্বরের আকার কেমন হয়?
- ছোট
- বড়
- খুব ছোট
- খুব বড়
6097. রেক্টাম ও ব্রংকাস কোন তন্ত্রের অংশ?
- শ্বসন
- রেচন
- পরিপাক
A,B
6098. যে ভিত্তির উপর অণুবীক্ষণ যন্ত্র দাঁড়িয়ে থাকে তাকে কী বলে?
- স্তম্ভ
- মঞ্চ
- পাদদেশ
- বাহু
6099. কোষের সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
- লাইসোজোম
- রাইবোসোম
- সেন্ট্রোজোম
- নিউক্লিয়াস
6100. উড ফাইবার কী?
- জাইলেমের স্ক্লেরেনকাইমা কোষ
- জাইলেম স্ক্লেরেনকাইমা কোষ
- ফ্লোয়েমের স্ক্লেরেনকাইমা কোষ
- ফ্লোয়েমের সঙ্গীকোষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 610"