
F_ইউনিট ( আইন অনুষদ )
#মানবন্টণ:
✔ বাংলা ২৫ মার্ক
✔ ইংরেজী ২৫ মার্ক
✔ সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০ মার্ক
F ইউনিটে জিপিএ সহকারে মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার সময় হবে ৫৫ মিনিট। OMR সিট পুরন করার জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে। F ইউনিটে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয় নাহ। টোটাল পাশ নাম্বার ৩৩%।প্রতিটি ভুল উত্তরের জন্য .২০ করে মার্ক কাটা যাবে।
OMR সিট এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজী বাক্য লিখতে হবে।না লিখলে তোমার খাতা বাতিল হয়ে যাবে।
এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফলকে ১.৫ এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকর ফলাফলকে ২.৫ দ্বারা গুন করে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকতে ২০ এ তোমাদের কত নম্বর থাকে সেটি হিসাব করা হবে।এই ২০ এবং ভর্তি পরীক্ষার ৮০ মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
#সাবজেক্ট_প্রতি_যোগ্যতা :
✳ আইন ও বিচার সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। সাইন্স এর যারা আইন ও বিচার সাবজেক্ট পেতে চাও তাদের মোট জিপিএ ৮.০০ লাগবে এবং বাংলা ও ইংরেজীতে অবশ্যই A- গ্রেড থাকতে হবে।আর যারা আর্টস বা কমার্স থেকে আইন ও বিচার সাবজেক্ট পেতে চাও তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং বাংলা ও ইংরেজীতে অবশ্যই A- গ্রেড থাকতে হবে।
#আসন_সংখ্যা (ছেলে+মেয়ে)।
☞আইন ও বিচার: ৩৪+২৬
ছেলেদের মোট আসন ৩৪ টি আর মেয়েদের ২৬ টি। সর্বমোট আসন ৬০ টি।
ভর্তি পরীক্ষার ফলাফলে ছেলে এবং মেয়েদের আলাদাভাবে তালিকা প্রকাশ করা হয়।