জনসংখ্যা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2106
21051. ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় শতকরা কত জন লোকের বসতি?
- ৮ ভাগ
- ৭ ভাগ
- ৫ ভাগ
- ৬ ভাগ
21052. বিগত কয়েক দশকে সমগ্রবিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে কোন পর্যায়ে রয়েছে?
- যথেষ্ট হ্রাস পেয়েছে
- যথেষ্ট বৃদ্ধি পেয়েছে
- ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
- ব্যাপক উর্ধ্বমুখী
21053. অভিগমণে বৃদ্ধি পায়-
- বাস্তুত্যাগিদের পরিমাণ
- গ্রাম ও শহরের জনসংখ্যা
- শহর বা গ্রামীণ উন্নয়ন
- বাজার ব্যবস্থা
21054. নিয়ামকগুলোর পারস্পারিক ক্রিয়অর ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
- সামাজিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সবগুলো
21055. বাংলাদেশের কোন বিভাগে জনঘনত্ব সব থেকে বেশি?
- রাজশাহী
- খুলনা
- বরিশাল
- ঢাকা
21056. বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি?
- উন্নত অঞ্চলে
- উন্নত ও উন্নয়নশীল অঞ্চলে
- উন্নয়নশীল অঞ্চলে
- উন্নত ও অনুন্নত অঞ্চলে
21057. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে?
- জন্মহার বৃদ্ধি করে
- জন্মহার হ্রাস করে
- মৃত্যু হার বৃদ্ধি করে
- শিশু মৃত্যুহার হ্রাস করে
21058. বাংলাদেশের কোন অঞ্চলের জনবসতির ঘনত্ব সব থেকে কম?
- বরিশাল
- রাঙামাটি
- সুনামগঞ্জ
- পাবনা
21059. সাম্প্রতিক পর্যায়ে বিশ্বে কয়েকটি অঞ্চল লক্ষ করা যায়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
21060. সপ্তদশ শতাব্দীর পরে জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
- 50
- 100
- 200
- 250
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জনসংখ্যা - এসএসসি-ভুগোল ও পরিবেশ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2106"