“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
কর্ম-অনুশীলন ১। ‘ছায়াবাজি’ কবিতায় যে বিভিন্ন প্রকার ছায়ার কথা বলা হয়ে তার বিবরণ দাও।
বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘ছায়াবাজি’ কবিতায় কবি কিসের ব্যবসা করেন ?
ক. বইয়ের খ. গাছের গ. ঔষধের ঘ. ছায়া ধরার
১৯৬ মাধ্যমিক বাংলা সাহিত্য
২। ‘ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে’। এ বাক্যে কবমিানব মনের কোন অনুভতিকে প্রকাশ
করতে চেয়েছেন ?
ক. সাহস খ. ভয় গ. কল্পনা ঘ. হতাশা
নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাস্তার ধারে শিশি-বোতলের পশরা সাজিয়ে বসেছে কবিরাজ করম আলী। হারমোনিয়ামে গান ধরেছে রহম আলী। ইত্যবসরে অনেক লোক জমা হয়েছে সেখানে। গানের ফাঁকে ফাঁকে ঔষধের গুণ-গান গাইছে। ব্যাকুল জনতা হাত বাড়িয়ে অপেক্ষা করছে কবিরাজের ঔষধের জন্য। তাদের বিশ্বাস এ মহৌষধ সেবনে সমস্ত রোগব্যাধি থেকে তারা মুক্তি পাবে।
ক্ত। উদ্দীপকের সাধারণ জনতার আচরণ ‘ছায়াবাজি’ কবিতার সাধারণ মানুষের যে দিকটিকে সমর্থন করে তা
হলো –
ক. অন্ধ অনুকরণ খ. পাওয়ার আকাক্সক্ষা গ. তীবধ বিশ্বাসবোধ ঘ. হুজুগে নাচা
৪। মানুষের এহেন আচরণের কারণ হলো –
ক. স্বল্পবিদ্যা খ. কটকৌশল গ. অজ্ঞতা ঘ. প্রত্যাশা
সৃজনশীল
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছমিাঠে, কাটছি সাঁতার বিলে
* * * নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে; কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম? বৃথাই মাথার ঘাম ফেলেছি, প- হলো শধম।
ক. চিল কখন আকাশ পথে ঘোরে? খ. ছায়ার সাথে কুিস্ত করে গা ব্যথা হলো কেন? গ. উদ্দীপকে চিলের পেছনে ছোটার সাথে ‘ছায়াবাজি’ কবিতার সাদৃশ্যর্পূণ দিকটি ব্যাখ্যা কর। ঘ. ‘বৃথাই মাথার ঘাম ফেলেছি প- হলো শধম।’- এ বক্তবে্যর মাঝেই ‘ছায়াবাজি’ কবিতার মলভাব
নিহিত- যুক্তিসহ প্রমাণ কর।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "ছায়াবাজি - কর্ম-অনুশীলন"