📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ক্যারিয়ার হিসাবে ওয়েব ডেভলপমেন্ট

ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্টের মধ্যে পার্থক্য-

ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করা, যেমন এটার লেয়াউট কেমন হবে, হেডারে কোথায় মেনু কেমন হবে, সাইডবার হবে কিনা এবং ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি । ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনের এর কাজ। ওয়েব ডিজাইনে কোন এপ্লিকেশন থাকবেনা ।স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব ডিজাইন দরকার হয়। আমরা প্রতিদিন বিভিন্ন ব্রাউজার যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স ইত্যাদি দিয়ে যেসকল সাইটে ঢুকি কিংবা ইউআরএল ব্রাউজ করি এইগুলো এক একটি ওয়েবসাইট। এই সাইটেগুলো সাধারণত প্রথমে স্ট্যাটিক থাকে এবং এটি ওয়েব ডিজাইনের একটি অংশ। এই সাইটগুলোতে যখন লগিন রেজিস্ট্রেশন সিস্টেম যুক্ত হয়। তখন  একটি ডায়নামিক ওয়েবসাইটে রুপান্তিত হয়।

আরো দেখুন:কেন শিখবেন ওয়েব ডেভেলপমেন্ট ?

 

যেমন লগিন সিস্টেম, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন বা ওয়েব এপ্লিকেশন । এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে । কোন প্রকার এপ্লিকেশন ছাড়া ওয়েব সাইট তৈরী করাকে ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন । ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হয়ে থাকে ।

 

ওয়েব ডেভপমেন্ট এর চাহিদা-

এই কোর্সটি করলে আপনি সহজেই যেকোন কোম্পানির জন্য ওয়েব সাইট তৈরী করতে পারবেন। কিংবা যেকোন টেমপ্লেট তৈরী করে সেটা এপপ স্টোরে বিক্রি করেও বসে বসে আর্ন করতে পারেন। বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন কোর্স হল এই ওয়েব ডেভেলপমেন্ট। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, দেশী বিদেশী বিভিন্ন কম্পানিতে উচ্চ বেতনে চাকরীর সুযোগ রয়েছে এই ডেভেলপমেন্ট এর মাধ্যমে।

 

আরো দেখুন:ক্যারিয়ার হিসাবে ওয়েব ডেভলপমেন্ট

ওয়েব ডেভলপমেন্টে কি ক্যারিয়ার শুরু করবেন-

ওয়েব ডেভ্লপমেন্ট ক্যারিয়ার শুরু করার পূর্বে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডিজাইনার হবেন, নাকি ডেভেলপার, নাকি দুটোই। এক্ষেত্রে বলে রাখা ভাল, আপনি ওয়েব ডিজাইন না জেনে ভাল ডেভেলপার হতে পারবেন না কিন্তু ওয়েব ডেভেলপিং না জেনেও আপনি ভাল ডিজাইনার হতে পারবেন। এক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে- আপনি দুটোই শেখেন। অধিকাংশ ক্লাইন্ট ই চায় একটি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট একজনের কাছ থেকেই করিয়ে নিতে কারন এতে করে তার সময় এবং টাকা দুটোই বেচে যায়। আর আপনি যদি দুটো কাজই জানেন তাহলে প্রথম দিকের ছোট ছোট ক্লাইন্ট গুলোকে আপনি নিজেই শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিতে পারবেন। এতে করে আপনার প্রাথমিক লেভেল এর ইনকাম বেড়ে যাবে। ধীরে ধীরে আপনি যখন মার্কেটে আপনার অবস্থান তৈরি করে নিতে পারবেন তখন চাইলে আপনি শুধু ডিজাইন অথবা শুধু ডেভেলপমেন্ট করতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে দুটো শেখাই জরুরী।

 

আরো দেখুন:ওয়েব ডেভলপমেন্ট কি?

২০১৯ সালে কিভাবে ওয়েব ডেভলপার হিসাবে  স্মার্ট ক্যারিয়ার-

এই পৃথিবীতে প্রতি ১ মিনিটে প্রায় ৫৭১ টি নতুন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তার মানে, ঘণ্টায় ৩৪২৬০। এবার ভাবুন মাসে কতগুলো! বর্তমানে প্রায় বিলিয়ের উপরে অ্যাক্টিভ ওয়েবসাইট রয়েছে পৃথিবীতে। প্রায় ২৯৪ মিলিয়ন ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছিল ২০১৫ এর শুরুর দিকে!একবার ভেবে দেখেছেন কি, এই ওয়েবসাইট গুলো কারা তৈরি করে?
এগুলো কিন্তু কোন মেশিন বা রোবোট তৈরি করে না, এগুলো তৈরি করেন আপনার আমার মত সাধারন মানুষ যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে জানেন।বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটেই প্রতিদিন কয়েক হাজারের বেশি জব পোস্ট করা হয়, ভালভাবে স্কীল ডেভেলপ করতে পারলে থাকছে কাজ করার অফুরন্ত সুযোগ।এর চাহিদা দিন দিন বেড়েই চলছে।

 

ওয়েব ডেভলপমেন্টে শিখার পর আপনি কি করতে পারবেন-

  • ওয়েব সাইট এবং ওয়েব এপপ তৈরি
  • জুনিয়র ডেভেলপার হিসেবে যেকোন সফ্টওয়্যার ফার্ম বা আইটি কম্পানিতে চাকরির সুযোগ
  • নিজস্ব অনলাইন ব্যবসা যেমন ইকমার্স, ডোমেইন হোস্টিং, এফিলিয়েট মার্কেটিং
  • সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন
  • এইচটিএমএল ভিত্তিক মোবাইল এপপ তৈরি
  • ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রজেক্ট বিড
  • একজন বিলাসি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হওয়া
  • HTML, CSS, Js, PHP, bootstrap, WordPress

 

আরো দেখুন:কিভাবে শিখবেন ওয়েব ডেভলপমেন্ট?

কোথায় কাজ পাবেনঃ

আমি আগেই বলেছি যে, শুধু HTML and CSS শিখে খুব একটা কাজ পাওয়া যাবে না। কারন বর্তমানে সবাই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে চায়। তাই আপনাকে ডায়নামিক করা শিখতে হবে। তা না হলে আপনি নিখুত কোডিং করতে পারবেন না। কারন HTML and CSS কোড করার সময় ডায়নামিকের কথা মাথায় রেখে কোড করতে হয়। তা না হলে ডায়নামিক করার সময় বেশ ঝামেলা পোহাতে হয়। আশাকরি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তারপরেও আপনি কোথায় কোথায় কাজ খুজতে পারেন জেনে নিন।
http://upwork.com
http://freelancer.com
http://themeforest.net

 

আরো দেখুন:ওয়েব ডেভলপমেন্ট এর চাহিদা

কোথায় শিখবেন ওয়েব ডেভলপমেন্ট?

এখন অনলাইনে এত রিসোর্স  যে খুব সহজে একা একাই  আপনি শিখতে পারবেন, তবে সেটা আপনার জন্য অনেককাংশে দূরহ ব্যাপার হয়ে দাড়াবে। w3schools  যেখানে সব টিউটোরিয়াল রিসোর্স পাবেন।  আর টুলস্ পেজে পাবেন সব রকম  টুলস্ । অথবা বিভিন্ন প্রকার ট্রেনিং সেন্টার থেকেও শিখতে পারেন। একটা ব্যাপারে লক্ষ্য রাখবেন ।আমাদের দেশে এখন পযর্ন্ত  ভাল মানের ট্রেনিং সেন্টার আছে হাতে গোনা কয়েকটি। তার মধ্যে অন্যতম হলো ইশিখন। ইশিখনে কোর্স করলে আপনি যেসকল সুবিধাসমূহ পাবেন:

  •  লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
  •  লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
  •  ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
  •  ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
  •  প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
  • প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
  •  কোর্স শেষে সার্টিফিকেট
  • লাইভ ক্লাস সমুহের ডিভিডি

আরো দেখুন:ওয়েব ডেভলপমেন্ট কি?

আরো দেখুন:কিভাবে শিখবেন ওয়েব ডেভলপমেন্ট?

আরো দেখুন:ওয়েব ডেভলপমেন্ট এর চাহিদা

আরো দেখুন:কেন শিখবেন ওয়েব ডেভেলপমেন্ট ?

আরো দেখুন:ক্যারিয়ার হিসাবে ওয়েব ডেভলপমেন্ট

   
   

0 responses on "ক্যারিয়ার হিসাবে ওয়েব ডেভলপমেন্ট"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved