
ক্যাডেট কলেজ হতে ৫৮৩ পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জনই জিপিএ-৫ পেয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে মোট ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জন জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন, রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন, পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫১ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৪৭ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ জন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে।
১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সঙ্গে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। অন্যান্য পরীক্ষার ন্যায় এসএসসি পরীক্ষায় সাফল্যের পেছনেও রয়েছে সুশৃঙ্খল ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশুনা এবং আন্তরিক প্রচেষ্টা। এ ছাড়াও ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
আরো পড়ুন: