কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 625
এসএসসি-জীববিজ্ঞান-কুইজ | 6241. প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
- উদ্ভিদ কোষে
- প্রাণী কোষে
- আদি কোষে
- প্রকৃত কোষে
6242. Eukaryotic cell বিভাজন কোন প্রক্রিয়ায় হয়?
- মাইটোসিস
- সিন্তাপসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
6243. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়?
- অপত্য কোষ
- জনন কোষ
- কোষ প্লেট
- দেহকোষ
6244. জনন কোষের বিভাজনের ফলে উৎপন্ন হয় –
- গ্যামেট
- জাইগোট
- স্পিন্ডল তন্তু
- ক্রোমোটিড
6245. কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়?
- মিয়োসিস
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- অপত্য কোষ
6246. অঙ্গজ জনন সাধিত হয় কোন প্রক্রিয়ায়?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- উপরের সবগুলো
6247. মস ও ফার্ণ উদ্ভিদের রেণু মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- দ্বিবিভাজন
6248. ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- উপরের সবগুলো
6249. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
- সমান
- দ্বিগুণ
- চারগুণ
- অর্ধেক
6250. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
- কুন্ডলিত
- প্যাঁচানো
- লম্বালম্বি
- আনুভূমিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-জীববিজ্ঞান-কুইজ- 625"