কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 637
6361. সাবমেন্ট্রাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
- ‘V’
- ‘L’
- ‘J’
- ‘I’
6362. নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
- নস্টক
- আমগাছ
- বটগাছ
- মানুষ
A,B
6363. অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য –
- কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত
- দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে
- দুইটি অপত্য কোষের সৃষ্টি করে
A,B
6364. ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয়-
- স্বীয় মূলধন
- ঋণ কৃত অর্থ
- আন্তর্জাতিক তহবিল
A,B
6365. মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
- কান্ড
- মূলের অগ্রভাগ
- মুকুল
6366. অ্যামাইটোসিসের কোষ বিভাজনের শুরুতে কোনটি ঘটে?
- কোষের বিভাজন ঘটে
- নিউক্লিয়াস লম্বা হয়
- নিউক্লিয়াসের দুই প্রান্ত মোটা হয়
- নিউক্লিয়াসের মাঝের অংশ সরু হয়
6367. কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- উপরের কোনটি নয়
6368. মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
A,B
6369. ক্রোমোজোম সংখ্যা সমান থাকে –
- Q-এ
- R-এ
- T-এ
A,B
6370. প্রাণিকোষের টেলোফেজ পর্যায়ে –
- কোষ ঝিল্লী ভেতরে গর্তের ন্যায় ঢুকে যায়
- কোষ ঝিল্লী ক্রমান্বয়ে গভীরতর হয়
- দুটি অপত্য কোষ সৃষ্টি হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কোষ-বিভাজন - এসএসসি-জীববিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 637"