
করোনা ভাইরাসে আক্রান্ত ২ বাংলাদেশির সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোঃ আলী নূর।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আলী নূর।
সংবাদ সম্মেলন থেকে করোনা আক্রান্ত প্রবাসীদের আপাতত বাংলাদেশে না ফেরার অনুরোধ করা হয়।
এছাড়া করোনা প্রতিরোধে গণসমাবেশ পরিহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে বাংলাদেশও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।