এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1511
15101. এক লিটার দ্রবণে HCI এসিডের 6.11×105 টি অণু উপস্থিত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
- 1.05×108 মোল
- 1.04×10-7 মোল
- 1.02×10-8 মোল
- 1.7×10-9 মোল
15102. প্রমাণ অবস্থায় এক মিলিলিটার নাইট্রোজেনে কতগুলো নাইট্রোজেন অণু থাকবে?
- 1.68×1020টি
- 2.68×1019টি
- 2.88×1020টি
- 2.99×1020টি
15103. পানিবিহীন কপার সালফেটের বর্ণ কীরূপ?
- বেগুনি
- সাদা
- ইটের ন্যায় লাল
- গোলাপী
15104. কোনটির একাধিক যোজ্যতা বিদ্যমান?
- অক্সিজেন
- ফ্লোরিন
- সালফার
- সোডিয়াম
15105. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলা হয়?
- ক্যারামেল
- অ্যানালার
- স্ফটিক
- মোলার
15106. জীববিজ্ঞান মোল শব্দ দ্বারা কোনটি বুঝানো হয়?
- লোমবিশিষ্ট বৃহৎ প্রাণী
- লোমবিশিষ্ট্য ক্ষুদ্র প্রাণী
- লোমবিহীন বৃহৎ প্রাণী
- লোহবিহীন ক্ষুদ্র প্রাণী
15107. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কী বলা হয়?
- নরমালিটি
- মোলারিটি
- মোলালিটি
- মোল ভগ্নাংশ
15108. রসায়নে মোল শব্দের অর্থ কী?
- রাসায়নিক বিক্রিয়া হার
- পদার্থের নির্দিষ্ট পরিমান
- অণুর সংখ্যা পরিবর্তন
- পদার্থের পরিবর্তনের মাত্রা
15109. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি-
- আইন
- রীতি
- একক
- উপায়
15110. যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের-
- উপগুণিতক
- সরল গুণিতক
- অযুগ্ন গুণিতক
- সরল উৎপাদক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-6 - এসএসসি-রসায়ন-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1511"