এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1510
15091. কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত নির্ণয় করতে পারে কীসের সাহায্যে?
- পদার্থের যুক্ত কার্বন ও অক্সিজেনের ভর থেকে
- কার্বন ও অক্সিজেনের আণবিক সংকেত থেকে
- কার্বন ও অক্সিজেনের মোলার আয়তন থেকে
- কার্বন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা থেকে
15092. প্রমাণ অবস্থায় 3 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাসে কতগুলো অণু থাকবে?
- 3×6.023×1023টি
- 8.07×1022টি
- 3×1021টি
- 6.11×10-23টি
15093. নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?
- CaPO4
- Ca(PO4)2
- Ca2(PO4)3
- Ca(PO4)2
15094. 53×1020 টি Na2CO3 অণুর ভর কত গ্রাম?
- 0.9
- 0.19
- 0.07
- 0.01
15095. পর্যায় সারণির নিস্ক্রিয় শ্রেণির মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয় কেন?
- সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ বলে
- সর্ববহিস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন নেই বলে
- সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন নেই বলে
- সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা অপূর্ণ বলে
15096. ২ গ্রাম মিথেনে কতগুলো মিথেন অণু উপস্থিত আছে?
- 24.088×1023টি
- 3.82×10-23টি
- 7.89×1023টি
- 7.52×1022টি
15097. কোন যৌগের স্থুল সংকেত C3H8 ও আণবিক ভর 44 হলে আণবিক সংকেত কী হবে?
- CH
- C3H8
- C2H6
- CH4
15098. 500 ml দ্রবণে Na2CO3 এর 5×1010 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের মোল সংখ্যা কত?
- 4.15 x 10-14 মোল
- 5.6 x 10-10 মোল
- 3.8 x 10-15 মোল
- 6.2 x 10-13 মোল
15099. ডেসি মোলার দ্রবণ মানে?
- 0.2 মোলার দ্রবণ
- ½ মোলার দ্রবণ
- 0.1 মোলার দ্রবণ
- 5 মোলার দ্রবণ
15100. 1 মোল পানির ভর কত?
- ১২ গ্রাম
- ১৬ গ্রাম
- ১৮ গ্রাম
- ২২ গ্রাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-6 - এসএসসি-রসায়ন-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1510"