এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1505
15048. পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে Cr এর যোজনী কত?
- 2
- 6
- 4
- 5
15049. একটি গ্যাস পাত্রে প্রমাণ অবস্থায় ১১.২ লিটার O2 আছে, এতে ১২ গ্রাম কার্বন যোগ করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?
- ১২ গ্রাম
- ২৪ গ্রাম
- ২২ গ্রাম
- ২১ গ্রাম
15050. NO2 এর আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব নিম্নরূপ-
- তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়
- চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়
- তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন"