এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1498
14971. সমযোজী যৌগ কত প্রকার?
- 1
- 2
- 3
- 4
14972. যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তাকে কী বলে?
- সংসক্তি বল
- মুক্ত বন্ধন
- ধাতব বন্ধন
- রাসায়নিক বন্ধন
14973. কোন ধাতুটি তিনটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে?
- B
- A1
- Ga
- Na
14974. নিস্ক্রিয় গ্যাসসমূহ কয় পরমাণুক?
- এক
- দুই
- তিন
- চার
14975. লিথিয়াম পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?
- এক
- দুই
- তিন
- চার
14976. তড়িৎ বিশ্লেষণ খুব শক্তিশালী জারণ ও বিজারণ প্রক্রিয়া। কারণ-
- এতে সহজে বিজারণ ঘটে
- এতে সরাসরি ইলেকট্রন গ্রহণ হয়
- এতে সরাসরি ইলেকট্রন প্রদান হয়
- এতে সরাসরি ইলেকট্রন আদান-প্রদান হয়
14977. অ্যানায়ন হচ্ছে-
- ধনাত্মক আধানযুক্ত পরমাণু
- ঋনাত্মক চার্জযুক্ত অণু
- ঋণাত্মক আধানযুক্ত পরমাণু
- ঋণাত্মক চার্জযুক্ত অণু
14978. সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কী বলা হয়?
- সমযোজী বন্ধন
- আয়নিক বন্ধন
- ধাতব বন্ধন
- সন্নিবেশ বন্ধন
14979. মৌলের কোন স্তরের ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়?
- প্রথম স্তরের
- শেষ স্তরের
- দ্বিতীয় স্তরে
- সবগুলো
14980. উল্লিখিত বিক্রিয়ায় কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে?
- আয়নিক বন্ধন
- সমযোজী
- সন্নিবেশ সমযোজী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1498"