এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1486
14851. মৌলসমূহকে ক্রববর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে প্রতি অস্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি কোন সূত্র নামে পরিচিত?
- হেলিক্স
- ত্রয়ী সূত্র
- অষ্টক সূত্র
- পর্যায় সূত্র
14852. মৌলের পরমাণুর ইলকট্রনের শক্তি স্তরই হল-
- পর্যায় সংখ্যা
- গ্রুপ সংখ্যা
- গ্রুপ + পর্যায় সংখ্যা
- মৌলের অবস্থান নির্দেশক
14853. পর্যায় সারণির ৫ নং পর্যায়ে কতটি মৌল আছে?
- ৮টি
- ১০টি
- ১৮টি
- ৩২টি
14854. পানির সাথে ক্ষারধাতুর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
- অক্সিজেন
- হ্যালাইড
- হাইড্রোজেন
- হাইড্রাইড
14855. কোনটি হ্যালোজেন মৌল?
- ব্রোমিন
- সালফার
- ফসফরাস
- আয়রন
14856. আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?
- 96
- 112
- 114
- 126.9
14857. পারমাণবিক সংখ্যা হল?
- প্রোটিন সংখ্যা
- ইলেকট্রন সংখ্যা
- নিউট্রন সংখ্যা
- প্রোটন + ইলেকট্রন সংখ্যা
14858. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তৃতীয় গ্রুপে হয় যদি তার-
- ইলেকট্রন তিনটি স্তরে থাকে
- সর্বশেষ স্তরে তিনটি ইলকট্রন থাকে
- তিনটি প্রোট্র থাকে
- তিন বহুরূপ থাকে
14859. কয়টি মৌলকে প্রাথমিক মৌল নামে অভিহিত করা হয়?
- 84
- 83
- 82
- 81
14860. লিথিয়াম ও পটাসিয়ামের পারমাণবিক ভরের গড় কোনটির পারমাণবিকের ভরের সমান?
- সোডিয়াম
- ম্যাগসেসিয়াম
- অ্যালুমিনিয়াম
- ক্যালসিয়াম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-4 - এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1486"