এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1484
14831. হ্যালেজেনসমূহের রাসায়নিক ক্রিয়ায়-
- ফ্লোরিন নিম্ন তাপমাত্রায় এবং অন্ধকারেও বিস্ফোরণ সহকারে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়
- ক্লোরিন ও হাইড্রোজেনের বিক্রিয়া একটু উচ্চ তাপমাত্রায় হয়
- আয়োডিন ও হাইড্রোজেনের বিক্রিয়া তাপ ও প্রভাবক প্রয়োজন
A,B,C
14832. 108 পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?
- Mt
- Bh
- Jt
- Hs
14833. কোন মৌলগুলোর ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়?
- সোডিয়াম ও ক্লোরিন
- সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
- সোডিয়াম ও পটাসিয়াম
- সোডিয়াম ও স্ক্যান্ডিয়াম
14834. কত সালে ল্যাভয়াসিয়ে মৌলসমূহকে তিনটি ভাগে ভাগ করেন?
- 1787
- 1779
- 1879
- 1789
14835. পর্যায় সারণিতে একটি মৌল একটি মাত্র স্থান দখল করে কেন?
- মৌলসমূহের ভর নির্দিষ্ট বলে
- প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট বলে
- প্রতিটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্দিষ্ট বলে
- প্রতিটি মৌলের ইলেকট্রন নির্দিষ্ট বলে
14836. ক্ষার ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য-
- এদের যোজনী এক
- এদের ইলেকট্রন আসক্তি কম
- এরা হ্যালোজেনের সাথে আয়নিক বন্ধন গঠন
A,B,C
14837. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়-
- ইলেকট্রন বিন্যাস অনুসারে
- পারমাণবিক ভর অনুসারে
- পারমাণবিক সংখ্যা অনুসারে
A,C
14838. পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য হলো-
- এরা দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে
- এদের যোজনী ৪
- এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে
A,C
14839. পর্যায় সারণি বিভক্ত রয়েছে কতকগুলো-
- অনুভূমিক দাবিতে
- ত্রিভুজ ক্ষেত্রে
- খাড়া স্তম্ভে
A,C
14840. H2O সংকেতটিতে-
- অক্সিজেনের জারণ সংখ্যা= -২
- হাইড্রোজেনের জারণ সংখ্যা=+১
- অক্সিজেনের সংখ্যা=৩
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1484"